বাংলাহান্ট ডেস্ক : বাঙালির কাছে পাহাড় ভ্রমণ মানেই দার্জিলিং। হাতে কয়েক দিনের ছুটি পেলেই ভ্রমণ পিপাসু বাঙালি পৌঁছে যান দার্জিলিংয়ে। কিন্তু দিন দিন দার্জিলিংয়ে পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। এমন অবস্থায় জনাকীর্ণ দার্জিলিং ছেড়ে অনেকেই একটু শান্তির খোঁজে অফবিট জায়গায় ঘুরতে যেতে পছন্দ করছেন।
তবে এইসব জায়গায় যেতে হলে ঘন্টাখানেক মত ঘুরতে হয় পাকদণ্ডী পথে। কিন্তু দার্জিলিং থেকে খুব কাছেই এমন একটি অফবিট জায়গা রয়েছে যা আপনাদের খুব পছন্দ হবে। আমরা আজ কথা বলব সিংমারিকে নিয়ে। সিংমারি মাত্র ৪ কিলোমিটার দূরে অবস্থিত দার্জিলিং এর ম্যাল থেকে। এই জায়গাগুলি থেকে খুব কাছে দার্জিলিংয়ের রোপওয়ে, হিমালয়ান মাউন্টেনিয়ারিং মিউজিয়াম।
সিংমারি থেকে এগুলোর দূরত্ব মাত্র ২ কিলোমিটার। দার্জিলিং এর ভিড় যাদের পছন্দ নয় তারা সিংমারি এসে রাত কাটাতে পারেন। সিংমারি থেকে দাঁড়িয়ে গোটা দার্জিলিং শহরকে দেখা যায়। রাতের অন্ধকারে দার্জিলিং শৈল শহর যে মায়াবী রূপ নেয় তাও আপনি উপভোগ করতে পারবেন সিংমারি থেকে। দার্জিলিংয়ের শহুরে ও গ্রাম্য এই দুই রূপই আপনি উপভোগ করতে পারবেন সিংমারি থেকে।
এই গ্রামটি সবুজ চা বাগানের ঘেরা। গ্রামে প্রবেশের পথ কিছুটা ঘিঞ্জি হলেও গ্রামের ভেতর কিন্তু বেশ ফাঁকা। এই গ্রাম থেকে আপনারা দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও একটি ছোট্ট গুম্ফা রয়েছে এই গ্রামে। গ্রাম ঘুরে দেখার মধ্যেই আপনারা দেখতে পারেন সিংটম চা বাগান। এই গ্রামের প্রত্যেকটা জায়গা থেকেই আপনি এই গ্রামের অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন।
এই গ্রামে যেতে হলে আপনাকে প্রথমে পৌঁছাতে হবে দার্জিলিং। সেখান থেকে মাত্র ১৫ টাকা খরচ করে আপনি পৌঁছে যেতে পারেন এই গ্রামে। আপনারা যদি প্রাইভেট গাড়ি করে যেতে চান তাহলে জনপ্রতি খরচা পড়বে ২৫০ টাকা। রাত কাটানোর জন্য এই গ্রামে রয়েছে একাধিক হোমস্টে। থাকা-খাওয়া সহ ১২০০ টাকা খরচ পড়বে এখানে থাকার জন্য।