কর্মসংস্থান করেছেন কয়েক হাজার মানুষের, দেশ-বিদেশে চুটিয়ে ব্যবসা করা এই বাঙালি ব্যবসায়ীকে চেনেন?

বাংলাহান্ট ডেস্ক: বাঙালির নামে অনেকে বদনাম করে, বাঙালি নাকি শিল্প বোঝে না। কিন্তু সেই সমস্ত কিছুকে ভুল প্রমাণিত করে দেশ-বিদেশে জমিয়ে ব্যবসা করছেন এক বাঙালি শিল্পপতি। তিনি হলেন প্রসূন মুখোপাধ‌্যায় (Prasoon Mukherjee)। সম্প্রতি যোগী রাজ্যে ঢালাও বিনিয়োগ করার ঘোষণা করেছেন এই ব্যবসায়ী। কোন কোন খাতে বিনিয়োগ করবেন তাও জানিয়েছেন। ফলে উত্তরপ্রদেশে ব্যাপক হারে কর্মসংস্থানের সুযোগ দেখা দিয়েছে।

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সঙ্গে বৈঠক করেছেন প্রসূনবাবু। জানিয়েছেন, লজিস্টিক্স পার্ক থেকে আইটি-সিটি’র মতো প্রকল্পে বিনিয়োগের কথা। কে এই প্রসূন মুখোপাধ্যায়? তিনি হলেন সিঙ্গাপুরের ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস-এর চেয়ারম্যান। সম্প্রতি সিঙ্গাপুরের বণিক সম্প্রদায়ের একটি প্রতিনিধি দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁদের উজবেকিস্তানে নিয়ে গিয়েছিলেন প্রসূনবাবু।

prasoon mukherjee

সেখানে সিঙ্গাপুরের ইউনিভার্সাল সাকসেস এন্টারপ্রাইজেস একটি পাঁচতারা হোটেল তৈরি করছে। উত্তরপ্রদেশেও একটি গ্রেড এ-স্তরের লজিস্টিক্স পার্ক তৈরি করতে চান তিনি। এটি গড়ে উঠবে ৫০ একর জমির উপর। পাশাপাশি, ১০০ একর জমির উপর একটি আইটি-সিটিও গড়ে তুলতে ইচ্ছুক এই বাঙালি শিল্পপতি। এই দু’টি প্রকল্প থেকেই অন্তত ৩০ হাজার কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানা গিয়েছে।

noida

এই বিনিয়োগের প্রস্তাব নিয়েই তিনি দেখা করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। মূলত হোটেল, রেস্তোরাঁ, লজিস্টিক্স হাব, আইটি-সিটির মতো ক্ষেত্রে লগ্নি রয়েছে তাঁর শুধু ভারত বা উজবেকিস্তান নয়, ইন্দোনেশিয়াতেও লগ্নি করেছেন প্রসূনবাবু। উত্তরপ্রদেশের নয়ডা (Noida) একটি শিল্পের হাব হিসেবে গড়ে উঠেছে। দেশের বিভিন্ন সেক্টরের একাধিক শিল্পই সেখানে তৈরি হয়েছে।

বিভিন্ন বড় সংস্থার সদর দফতরও রয়েছে নয়ডায়। উল্লেখ্য, মোবাইল প্রস্তুতকারক সংস্থা স্যামসাং তাদের মোবাইল ও ডিসপ্লে তৈরির কারখানা সেখানে আনার ইচ্ছা প্রকাশ করেছিল। করোনার সময়ে চিন থেকে ভারতে এই কারখানা সরিয়ে আনতে চেয়েছিল তারা। সেই ইউনিটই নয়ডায় চালু হওয়ার কথা রয়েছে। উত্তরপ্রদেশে প্রায় ৪ হাজার ৮২৫ কোটি টাকা বিনিয়োগ করার কথা রয়েছে স্যামসাংয়ের। ফলে সেখানে অনেকটাই বাড়তে পারে কাজের সুযোগ। এই জন্যেই সিঙ্গাপুরের এই সংস্থাকেও সুযোগ-সুবিধা দেবে যোগী সরকার।


Subhraroop

সম্পর্কিত খবর