‘পোজ দিচ্ছেন অনুষ্কা, ছবি তুলছেন অরিজিৎ’, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভারত-পাক ম্যাচের বিশেষ মুহুর্ত

বাংলা হান্ট ডেস্ক : শনিবার অনুষ্ঠিত বিশ্বকাপ 2023 ম্যাচে ভারত (India) পাকিস্তানকে (Pakistan) 7 উইকেটে হারিয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রীতিমত ঝড় তুলেছে টিম ইন্ডিয়া। ম্যাচ দেখতে আসা হাজার হাজার ভক্তদের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও (Anushka Sharma)। অন্যদিকে খেলোয়াড়দের জোশ বাড়াতে হাজির হয়েছিলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং।

ক্রিকেটপ্রেমীদের কাছে গোটা দুনিয়া একদিকে এবং ভারত পাকিস্তান ম্যাচ অন্যদিকে। গোটা বিশ্ব মুখিয়ে থাকে এই দুই প্রতিদ্বন্দ্বী টিমের লড়াই দেখবার জন্য। আর এমন একটা ম্যাচ অনুষ্কা মিস করবেন, সেটা হতেই পারেনা। স্বামী বিরাট কোহলি এবং তার গোটা টিমকে উৎসাহিত করতে তিনিও পৌঁছে গেছিলেন আহমেদাবাদে।

এইদিন রোহিত শর্মার স্ত্রী রীতিকার সাথে চুটিয়ে ম্যাচ উপভোগ করলেন বিরাট পত্নী অনুষ্কা। সেখান থেকে বেশকিছু মজাদার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও এইদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ভারতের স্বনামধন্য গায়ক অরিজিৎ। ম্যাচ শুরুর আগেই তার গানে মাতোয়ারা হয়ে উঠেছিল গোটা স্টেডিয়াম। সেইসব ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।

আরও পড়ুন : দাদাগিরির মঞ্চে বোমা ফাটালেন সৌরভ! রাজনীতিতে যোগদান নিয়ে বড় বয়ান মহারাজার

অনুষ্কা-রীতিকার কাণ্ডকারখানাও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটা ভিডিওতে দেখা যাচ্ছে, নানা রকম ভঙ্গি করে ছবি তুলছেন অভিনেত্রী। অপর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ভিকট্রি সাইন দেখিয়ে পোজ দিচ্ছেন তিনি। এইসব ভিডিও থেকেই স্পষ্ট যে ভারত পাকিস্তানের এই ম্যাচ তিনি ঠিক কতটা উপভোগ করেছেন।

আরও পড়ুন : মেয়ে হলে কেমন লাগত সূর্য-সয়ম্ভূদের? টেলি নায়কদের এই ছবি না দেখলে চরম মিস

arijit singh anushka sharma

উল্লেখ্য, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এটি টিম ইন্ডিয়ার অষ্টম জয়। পাকিস্তান ব্যাটিং-এ নেমে 192 রানের টার্গেট তৈরি করে। ভারতের কাছে এই রান তৈরি করা খুব একটা কঠিন ব্যাপার ছিলনা। রোহিত শর্মা এইদিন দূর্ধর্ষ ব্যাটিং করেছেন‌। তার ব্যাট থেকে এসেছে 86 রান। এছাড়াও জসপ্রিত বুমরাহর পারফরম্যান্সও ছিল দেখার মত। ম্যান অফ দ্যা ম্যাচ এর খেতাবও জিতে নেন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর