বাংলা হান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের পর হরিয়ানা সরকার সিঙ্গেল ইউজ প্ল্যাস্টিক (Single Use Plastic) নিষিদ্ধ ঘোষণা করেছে। শুধু তাই নয়, সিঙ্গেল ইউজ প্ল্যাস্টিক ব্যাবহার করলে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এর সাথে সিঙ্গেল ইউজ প্ল্যাস্টিক ব্যাবহার করতে গিয়ে ধরা পড়লে পাঁচ বছরের জেলের সাজার নিদান দেওয়া হয়েছে। পাঞ্জাব এন্ড হরিয়ানা হাইকোর্ট আদেশ দিয়েছে যে, এত জরিমানা ধার্য করো যে, মানুষ সিঙ্গেল ইউজ প্ল্যাস্টিক ব্যাবহারের অভ্যাস ছেড়ে দেয়। কোর্ট জানিয়েছে যে, সমস্ত শহরকে জীবন্ত রাখতে মানুষের জাগরুক হওয়া খুবই দরকার।
আদালত অফিসারদের আদেশ দিয়ে বলে, তাঁরা যেন এই ব্যাপারে চিন্তা করে যে, যারা এদিক ওদিকে নোংরা ছড়াচ্ছে, তাঁদের উপর কত জরিমানা ধার্য করা হয়। তাঁদের কাছ থেকেও জরিমানা নিলে, শহর পরিস্কার থাকবে। এবার অফিসারেরা এটা ঠিক করবে যে, রাস্তা ঘাটে যারা নোংরা ফেলবে, তাঁদের থেকে কত টাকা জরিমানা নেওয়া হবে।
আদালত জানিয়েছে যে পাঞ্জাব, হরিয়ানা আর চন্দিগড়ে ছুটির দিনেও পার্ক আর সার্বজনীন স্থল এবং রাস্তা ঘাটে যেন সাফাই অভিযান চলে। রাস্তা ঘাটের কোথাও যেন আবর্জনা না দেখা যায়, আর এরজন্য প্রশাসনের উচিত সাফাই কর্মীদের প্রতিবছর এক মাসের বেতন বোনাস রুপে দেওয়া।
হাইকোর্ট আবর্জনা ছড়ানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছে, আদালত থেকে বলা হয়েছে, শহরকে আবার জীবন্ত করতে চারিদিকে ব্যাপক পরিমাণে সাফাই অভিযান চালানো দরকার। শহরকে পরিস্কার রাখার দ্বায়িত্ব পুরসভা, ডিসি আর সমস্ত প্রশাসনিক কর্তাকে নিতে হবে। আদালত থেকে শহরের রাস্তায় শুকনো আর ভেজা আবর্জনা জড় করার জন্য আলাদা আলাদা ডাস্টবিন বন্দোবস্ত করার কথা বলেছে।