বাংলা হান্ট ডেস্কঃ এসআইআর ২০২৬ বা স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (SIR) কাজ সঠিকভাবে সম্পন্ন করতে এবার কড়া নির্দেশিকা জারি করল সাউথ ২৪ পরগনা জেলা শাসকের দপ্তর এবং ডিস্ট্রিক্ট ইলেকশন সেকশন। এই বিজ্ঞপ্তির মূল লক্ষ্য সাউথ ২৪ পরগনা ও কলকাতার সেকেন্ডারি এবং প্রাইমারি ডিআই (DI)-দের অধীনে থাকা বিএলও হিসেবে নিযুক্ত শিক্ষক ও সরকারি কর্মীরা। ভোটার তালিকা সংক্রান্ত কাজ যাতে কোনও রকম ত্রুটি ছাড়া শেষ করা যায়, সেই লক্ষ্যেই এই নতুন নির্দেশ।
ফুল টাইম এনগেজমেন্টে বিএলও-রা
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানানো হয়েছে, এসআইআর (SIR) ২০২৬ চলাকালীন বিএলও হিসেবে নিযুক্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পার্শ্ব শিক্ষক এবং অন্যান্য সরকারি আধিকারিকদের “ফুল টাইম এনগেজমেন্ট”-এ থাকতে হবে। অর্থাৎ, নির্বাচনী কাজই হবে তাঁদের প্রধান দায়িত্ব। নির্বাচন কমিশনের কাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু এনুমারেশন বা তথ্য সংগ্রহের প্রাথমিক পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে, তাই পরবর্তী ধাপগুলির নির্ভুলতা নিশ্চিত করতে বিএলও-দের সার্বক্ষণিক উপস্থিতি জরুরি বলে জানানো হয়েছে।
কী কী দায়িত্ব পালন করতে হবে?
নতুন নির্দেশিকা অনুযায়ী, বিএলও-দের আর পার্ট-টাইম বা স্কুলের কাজের ফাঁকে কাজ করলে চলবে না। তাঁদের পূর্ণ সময় ধরে কাজগুলো করতে হবে। কাজ গুলো হল – ভোটার তালিকা সংক্রান্ত ক্লেম ও অবজেকশন খতিয়ে দেখা,
বাড়ি বাড়ি গিয়ে ফিল্ড ভেরিফিকেশন করে তথ্য যাচাই,
নির্বাচন কমিশনের এআই ব্যবস্থার মাধ্যমে চিহ্নিত ত্রুটি বা ডিসক্রিপেন্সি যাচাই, এবং নিয়মিতভাবে BLO অ্যাপে তথ্য আপডেট করা।
স্কুলে না গেলে কী হবে? ‘অন ডিউটি’ হিসেবেই গণ্য
অনেক শিক্ষকের মধ্যেই প্রশ্ন উঠছিল, ফুল টাইম বিএলও ডিউটি করলে স্কুলের হাজিরা কীভাবে ধরা হবে। এই বিষয়ে বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে জানানো হয়েছে, যেহেতু এটি পূর্ণ সময়ের নির্বাচনী কাজ, তাই সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা এই সময়ে তাঁদের বিদ্যালয় বা দপ্তরে “অন ডিউটি” হিসেবেই বিবেচিত হবেন। নির্বাচনী কাজের জন্য স্কুলে অনুপস্থিত থাকলেও তা অননুমোদিত অনুপস্থিতি বলে গণ্য হবে না।
আংশিক সংশোধনী ও কাজের সময়সীমা
প্রথম বিজ্ঞপ্তি (মেমো নম্বর ৮৬২) জারির পর জেলা প্রশাসনের তরফে একটি আংশিক সংশোধনী প্রকাশ করা হয়েছে। সেখানে ফুল টাইম এনগেজমেন্টের সময়সীমা স্পষ্ট করে দেওয়া হয়েছে। সংশোধিত নির্দেশিকা অনুযায়ী, এই পূর্ণ সময়ের ডিউটি চলবে ভোটার তালিকার খসড়া প্রকাশ পর্যন্ত।

আরও পড়ুনঃ চাল চোর-কাটমানি খোরে ঘেরা মেসি! বিস্ফোরক অভিযোগে সরব তরুণজ্যোতি তিওয়ারি
জেলা শাসকের দপ্তর জানিয়েছে, ড্রাফট রোল প্রকাশ না হওয়া পর্যন্ত বিএলও-দের পুরোপুরি এই কাজেই মনোযোগ দিতে হবে। এরপর নির্বাচন কমিশন বা জেলা প্রশাসনের তরফে নতুন কোনও নির্দেশ এলে, সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে (SIR)।












