বাংলা হান্ট ডেস্কঃ বাংলায় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে বিরোধী দল থেকে শুরু করে একাংশ BLO পর্যন্ত ক্ষোভ প্রকাশ করে চলেছেন। ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর দাবি আরও জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচন কমিশনও ধীরে চলো কৌশল নিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এসআইআর (SIR)-এর মেয়াদ বাড়ানোর সংকেত, কিন্তু শর্তও আছে
এসআইআর (SIR)-এর মেয়াদ বাড়তে পারে সেই ইঙ্গিতই শুক্রবার মিলেছে। সব রাজ্যের CEO-দের সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন জানায়, চাইলে SIR-এর ডেডলাইন বাড়ানো যেতে পারে। তবে তার জন্য পশ্চিমবঙ্গের CEO মনোজ আগরওয়ালকে স্পষ্ট সুপারিশ পাঠাতে হবে। কমিশন সেই সুপারিশ খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। পাশাপাশি বাংলার জন্য নিয়োগ করা ১৩ জন পর্যবেক্ষক থেকেও আলাদা করে রিপোর্ট তোলা হবে। তাঁদের মধ্যে রয়েছেন একজন স্পেশাল রোল অবজারভার এবং ১২ জন ইলেকটোরাল রোল অবজারভার, সকলেই সিনিয়র আইএএস অফিসার। একই সঙ্গে দেশের যে ১২টি রাজ্যে SIR চলছে সেখান থেকেও মতামত চেয়েছে কমিশন।
পশ্চিমবঙ্গে কমিশন কৌশলগতভাবে এগোচ্ছে বলে মনে করছেন অনেকেই। কারণ কমিশনের বেশ কিছু অফিসার মনে করছেন, ডিজিটাইজ করা ফর্মগুলির মধ্যেই এখনও অনেক গরমিল রয়েছে। এই গরমিল ঠিক করার জন্য ডুপ্লিকেট নাম বাদ দিতে নতুন সফটওয়্যারে ফেসিয়াল রেকগনিশন যুক্ত করা হয়েছে, জন্ম-মৃত্যু রেজিস্ট্রেশন ডেটা মিলিয়ে দেখা হচ্ছে ও আধার অ্যাক্টিভেশন-ডিঅ্যাক্টিভেশন ডেটাও চেক করা হচ্ছে
এছাড়া যে সব আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে, সেগুলি দিয়ে ফর্ম জমা পড়েছে কি না, তাও যাচাই করা হবে, যার জন্য আরও সময় লাগবে। তবে কমিশন বাইরে থেকে দেখাতে চাইবে না যে এই বিশদ যাচাইয়ের জন্য সময় বাড়ানো হচ্ছে। বরং দেখানো হবে সাধারণ ভোটারদের সুবিধার কথা, যাতে কোনও যোগ্য ভোটারের নাম বাদ না পড়ে।
এক সপ্তাহ আগেই বাড়ানো হয়েছিল সময়
গত সপ্তাহে একবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছিল কমিশন। নতুন সময়সীমা নিচে উল্লেখ করা হল—
- এনুমারেশন ফর্ম জমা: ১১ ডিসেম্বর পর্যন্ত
- পোলিং স্টেশন পুনর্বিন্যাস: ১১ ডিসেম্বর পর্যন্ত
- খসড়া তালিকা প্রস্তুতি: ১২–১৫ ডিসেম্বর
- খসড়া ভোটার তালিকা প্রকাশ: ১৬ ডিসেম্বর
- দাবি ও আপত্তি: ১৬ ডিসেম্বর ২০২৫ – ১৫ জানুয়ারি ২০২৬
- নোটিস, শুনানি, যাচাই: ১৬ ডিসেম্বর ২০২৫ – ৭ ফেব্রুয়ারি ২০২৬
- হেলথ প্যারামিটার পরীক্ষা ও চূড়ান্ত অনুমোদন: ১০ ফেব্রুয়ারি ২০২৬
- চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬

আরও পড়ুনঃ দীর্ঘ লড়াইয়ের জয়! দেশে ফিরলেন সোনালি বিবি, দেখা করতে পারেন অভিষেক
আগে যেখানে ৭ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা ছিল (SIR), তা ৭ দিন পিছিয়েছে। এখন নজর একটাই CEO মনোজ আগরওয়াল আবারও মেয়াদ বাড়ানোর সুপারিশ পাঠান কি না সেই দিকে।












