ভুয়ো ভোটার বাংলার চেয়েও বেশি? এই রাজ্যের SIR খসড়া তালিকায় বাদ প্রায় ১ কোটি

Published on:

Published on:

SIR Drive Triggers Massive Voter List Revision in Tamil Nadu
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দেশ জুড়ে ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলছে। সেই প্রক্রিয়ার মধ্যেই আরও এক রাজ্যে প্রকাশিত হল ভোটারের খসড়া তালিকা। তামিলনাড়ুতে প্রকাশিত এই তালিকা ঘিরেই শুরু হয়েছে বড় বিতর্ক, কারণ বিপুল সংখ্যক ভোটারের নাম এতে বাদ পড়েছে।

তামিলনাড়ুতে খসড়া ভোটার তালিকা (SIR) প্রকাশ

জাতীয় নির্বাচন কমিশন শুক্রবার, ১৯ ডিসেম্বর তামিলনাড়ুতে খসড়া ভোটার তালিকা (SIR) প্রকাশ করে। তালিকা প্রকাশের পরই শোরগোল শুরু হয়। রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, খসড়া তালিকা থেকে মোট ৯৭ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে বাদ পড়া ভোটারদের মধ্যে রয়েছে –

  • ২৬ লক্ষ ৯৪ হাজার ৬৭২ জন মৃত ভোটার
  • ৬৬ লক্ষ ৪৪ হাজার ৮৮১ জন স্থানান্তরিত ভোটার
  • ২ লক্ষ ৩৯ হাজার ২৭৮ জন ভোটারের নাম একাধিক জায়গার ভোটার তালিকায় পাওয়া গিয়েছে

এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর তামিলনাড়ুতে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪৩ লক্ষ। এর মধ্যে –

  • ২ কোটি ৬৬ লক্ষ পুরুষ ভোটার
  • ২ কোটি ৭৭ লক্ষ মহিলা ভোটার
  • তৃতীয় লিঙ্গের ভোটার ৭ হাজার ১৯১ জন

উল্লেখ্য, এসআইআর শুরুর আগে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ৪১ লক্ষ।

চেন্নাইয়ে সবচেয়ে বেশি কাটছাঁট

শুধু চেন্নাই শহরেই খসড়া তালিকা (SIR) থেকে বাদ পড়েছে ১৪ লক্ষ ২৫ হাজার ভোটারের নাম। আগে যেখানে ভোটারের সংখ্যা ছিল ৪০ লক্ষ, সেখানে তা কমে দাঁড়িয়েছে ২৫ লক্ষ ৭৯ হাজারে। চেন্নাইয়ে বাদ পড়া ভোটারদের মধ্যে রয়েছে –

  • ১ লক্ষ ৫৬ হাজার ভোটার মৃত
  • ২৭ হাজার ৩২৩ জনকে তাঁদের ঠিকানায় পাওয়া যায়নি
  • ১২ লক্ষ ২২ হাজার ভোটার স্থানান্তরিত
  • ১৮ হাজার ৭৭২ জন ভোটারের নাম একাধিক জায়গায় নথিভুক্ত ছিল

SIR in Bengal Timeline Sparks Fresh Questions

আরও পড়ুনঃ তাহেরপুরে মোদির সভায় যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনা, মৃত ৪ বিজেপি সমর্থকের পরিবারের পাশে থাকার আশ্বাস দলের

এই পরিস্থিতিতে বিরোধী দল এআইএডিএমকে-র নেতা ই কে পালানিস্বামী বলেন, “৯০ লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে বলে শোনা যাচ্ছে। এদের মধ্যে অধিকাংশই ভুয়ো ভোটার। এই কারণেই এআইএডিএমকে প্রথম থেকেই বলে আসছিল যে এসআইআর দরকার। ডিএমকে এবার নানা ধরনের নাটক করবে।” খসড়া ভোটার তালিকা প্রকাশের পর তামিলনাড়ুতে এসআইআর (SIR) প্রক্রিয়া ও ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা আরও তীব্র হয়েছে।