SIR আতঙ্কে মৃত্যু? ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ৫৫ বছরের মহিলা, পরিবারের অভিযোগ ঘিরে উত্তেজনা তুঙ্গে

Published on:

Published on:

SIR fear claims another life in Bengal
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এসআইআর-এর (SIR) মূল পর্ব শুরু হতেই রাজ্যজুড়ে যেন আতঙ্ক। ভোটার তালিকা সংশোধন ও এসআইআর নিয়ে গুজব, ভুল তথ্য, রাজনৈতিক তরজা, সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই আতঙ্কেই ফের আর এক মৃত্যু। মুর্শিদাবাদের বেলডাঙায় রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করলেন এক প্রৌঢ়া। পরিবারের দাবি গত কয়েকদিন ধরেই এসআইআর নিয়ে চরম উদ্বেগে ভুগছিলেন তিনি।

আতঙ্কের শিকড়ে এসআইআর (SIR)

মুর্শিদাবাদের বেলডাঙা থানার সারুলিয়া এলাকায় রবিবার সকালে ঘটে মর্মান্তিক ঘটনা। রেললাইনে মাথা দিয়ে আত্মহত্যা করেন ৫৫ বছরের শাকিলা বিবি। লালগোলা–শিয়ালদহ শাখার সারুলিয়া স্টেশন সংলগ্ন লাইনে ঘটনার মুহূর্তেই মৃত্যু হয় তাঁর।

ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসেন। মুহূর্তে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পরিবার দাবি করেছে এসআইআর (SIR) নিয়ে ভয়-উদ্বেগই তাঁকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। গত তিন-চার দিন ধরে শাকিলা মানসিক অস্থিরতায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা বারবার বোঝানোর চেষ্টা করলেও, কোনওভাবেই তাঁকে শান্ত করা যায়নি।

পারিবারিক সূত্রে খবর, ২০০২ সালের ভোটার তালিকায় শাকিলার নাম থাকলেও নামের বানান নিয়ে দীর্ঘদিন ধরেই সংশয় ছিল। এনুমারেশন শুরু হতেই সেই সংশয় আতঙ্কে বদলে যায়। কখনও অকারণে ভয়, কখনও অতিরিক্ত চিন্তায় শারীরিক সমস্যা, সব মিলিয়ে তাঁর উদ্বেগ তুঙ্গে পৌঁছয়।জামাই সেকেন্দর আলি বলেন, “অনেক বুঝিয়েছিলাম। বলেছিলাম কিছু হবে না। কিন্তু ও বারবার বলছিল ধরে নিয়ে যাবে। আমি বাইরে কাজে ছিলাম। ফিরে এসে দেখি সব শেষ।”

SIR fear claims another life in Bengal

আরও পড়ুনঃ হাই কোর্টের নির্দেশে কবর থেকে তোলা হল দেহ! নজরবিহীন ঘটনা পুরুলিয়ায়, কী ঘটেছে? জানুন

উল্লেখ্য, এটাই প্রথম নয়। এসআইআর (SIR) পর্ব শুরু হওয়ার পর রাজ্যের বিভিন্ন এলাকায় একাধিক মৃত্যু ও আত্মহত্যার ঘটনা সামনে এসেছে। তৃণমূলের দাবি এসআইআর নিয়ে ভয় ছড়াচ্ছে বিজেপি। পাল্টা বিজেপির সুর, যে কোনও মৃত্যুকে শাসকদল রাজনৈতিক রং দিয়ে এসআইআর আতঙ্কের সঙ্গে যুক্ত করছে। এই তর্ক-বিতর্কের মাঝেই বেলডাঙার মৃত্যুর ঘটনাটি নতুন করে উত্তাপ বাড়াল রাজনীতিতে।