SIR ফর্ম হাতে পেয়েছেন? ভুল করলে বা জমা না দিলে কী হতে পারে জানুন বিস্তারিত

Published on:

Published on:

SIR Form Guidelines and Common Questions Explained

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া হিসেবে শুরু হয়েছে এসআইআর কর্মসূচি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় প্রতিটি পরিবারেই বিতরণ করা হচ্ছে একটি বিশেষ এনুমারেশন ফর্ম (SIR Form)। কিন্তু অনেক ভোটারের মনেই প্রশ্ন, এই ফর্ম কেন দিতে হবে?কীভাবে পূরণ করতে হবে? আর জমা না দিলে কী হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর দিতেই আজকের এই প্রতিবেদন। তাই সব কিছু জানতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।

ফর্ম (SIR Form) জমা না দিলে কী হবে?

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এসআইআর ফর্ম (SIR Form) হাতে পাওয়ার পর তা জমা না দিলে কী হতে পারে? এই প্রশ্নের উত্তরে একটাই কথা বলা যেতে পারে যে, এই ফর্মটি জমা না দিলে আপনি বড় সমস্যায় পড়তে পারেন। কারণ, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, ফর্মটি আপনি যদি গ্রহণ করে থাকেন, তবে তা জমা দেওয়া বাধ্যতামূলক। ফর্ম জমা না দিলে আপনার নাম খসড়া ভোটার তালিকায় (Draft Roll) অন্তর্ভুক্ত নাও হতে পারে। এর ফলে ভবিষ্যতে আপনি ভোটদানের অধিকার হারাতে পারেন এবং বাড়িতে নোটিশও আসতে পারে। তাই ফর্ম পেলে দায়িত্ব নিয়ে পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যেই জমা দিন।

ফর্ম পূরণের সঠিক নিয়ম

ফর্ম (SIR Form) পূরণের ক্ষেত্রে সামান্য ভুলও বড় জটিলতা তৈরি করতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ফর্মটি পূরণের সময় গ্রাহকদের কিছু নিয়ম অবশ্যই মানতে হবে। সেই নিয়মগুলি হল –

  • ভাষা: ফর্ম বাংলায় এসেছে, তাই বাংলাতেই পূরণ করা যাবে। তবে কেউ ইংরেজিতে পূরণ করলে সমস্ত অক্ষর বড় হাতের (Capital Letters) হতে হবে।
  • কালি: নীল বা কালো কালির বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে।
  • সংখ্যা লিখন: সমস্ত সংখ্যা বা ডিজিট যেমন আধার নম্বর বা ফোন নম্বর ইংরেজিতে (1,2,3) লিখতে হবে। বাংলা সংখ্যা ব্যবহার করা যাবে না। তবে, নাম, বাবার নাম বা বিধানসভা কেন্দ্রের নাম বাংলায় লেখা যেতে পারে।

জমা দেওয়ার সময়সীমা ও পরামর্শ

  • ফর্ম (SIR Form) হাতে পাওয়ার পর প্রায় এক মাস সময় থাকে জমা দেওয়ার জন্য। তবে শেষ মুহূর্তে না রেখে যত দ্রুত সম্ভব জমা দেওয়াই ভালো। এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলেছেন –
  • ফর্মের একটি ফটোকপি আগে করে নিন।
  • প্রথমে সেই কপিতে সমস্ত তথ্য অনুশীলন হিসেবে পূরণ করুন।
  • সবকিছু ঠিকঠাক নিশ্চিত হলে মূল ফর্মটি পূরণ করুন।

আপনার এলাকার বিএলও (BLO) জানিয়ে দেবেন কখন তিনি ফর্ম সংগ্রহ করতে আসবেন। প্রয়োজনে ফোনে যোগাযোগ করেও জানা যেতে পারে।

মৃত বা নতুন ভোটারের ক্ষেত্রে কী করবেন?

  • মৃত ভোটার: পরিবারের কেউ সম্প্রতি মারা গেলে চিন্তার কিছু নেই। মৃত ভোটারের নামে ফর্ম বাড়িতে দেওয়া হবে না। বিএলও নিজের কাছে সেই ফর্ম রেখে যথাযথ দপ্তরে জমা দেবেন।
  • নতুন ভোটার: যারা সম্প্রতি ১৮ বছর পূর্ণ করেছেন, তাঁদের জন্য আলাদা ফর্ম থাকবে। সেটি পূরণ করে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে পারবেন।

SIR Form Guidelines and Common Questions Explained

আরও পড়ুনঃ ধানের সহায়ক মূল্যে নজিরবিহীন বৃদ্ধি, রাজ্য সরকারের ঘোষণায় স্বস্তিতে কৃষকরা, জানুন সমস্ত নিয়মকানুন

যদি ২০০২ সালের ভোটার তালিকায় আপনার বা পরিবারের সদস্যদের নাম না থাকে, তবুও ফর্ম (SIR Form) পেলে অবশ্যই তা জমা দিতে হবে। ফর্মের নিচের দিকের সেই অংশ ফাঁকা রাখুন। জমা দেওয়ার পর ড্রাফট রোলে আপনার নাম অন্তর্ভুক্ত হবে এবং পরবর্তীতে আপনার ঠিকানায় একটি নোটিশ পাঠানো হবে। তখন নির্দিষ্ট ১১টি ডকুমেন্টের মধ্যে যেকোনো একটি জমা দিলেই সমস্যার সমাধান হবে।