বাংলা হান্ট ডেস্কঃ বছর পেরোলেই রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগেই ভোটার তালিকা সংশোধন ঘিরে বড়সড় তথ্য সামনে এসেছে (SIR In Bengal)। প্রাথমিক হিসেব অনুযায়ী, রাজ্যজুড়ে মোট ২৪ লক্ষ ১৮ হাজার ৫৯৯ জন ভোটারের নাম বাদ পড়তে পারে। এর মধ্যে স্থানান্তরিত হিসেবে তালিকায় রয়েছে ১৯ লক্ষ ৯১ হাজার ৯৬৬ জন। ট্রেস ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছেন ১ লক্ষ ৩৭ হাজার ৯৬১ জন। এছাড়াও অন্যান্য কারণে বাদ পড়তে পারে আরও ৫৭ হাজার ৬৮৭ জনের নাম। এবার এই সম্ভাব্য বাদ পড়া ভোটারের হিসেব বিধানসভা কেন্দ্র ও বিধায়ক অনুযায়ী সামনে এসেছে। নিচে একনজরে তুলে ধরা হল সেই তথ্য।
কোন কেন্দ্রে কত নাম বাদ যেতে পারে? (SIR In Bengal)
- ভবানীপুর — বিধায়ক: মমতা বন্দ্যোপাধ্যায় — ৪৪,৭৮৭
- নন্দীগ্রাম — বিধায়ক: শুভেন্দু অধিকারী — ১০,৫৯৯
- জোড়াসাঁকো — বিধায়ক: বিবেক গুপ্ত — ৭২,৯০০
- বালিগঞ্জ — বিধায়ক: বাবুল সুপ্রিয় — ৬৫,১৭০
- কলকাতা বন্দর — বিধায়ক: ফিরহাদ হাকিম — ৬৩,৭৩০
- কসবা — বিধায়ক: জাভেদ খান — ৫৮,২২৭
- যাদবপুর — বিধায়ক: দেবব্রত মজুমদার — ৫৪,২৩২
- কাশীপুর-বেলগাছিয়া — বিধায়ক: অতীন ঘোষ — ৫৩,৩৬০
- বেহালা পূর্ব — বিধায়ক: রত্না চট্টোপাধ্যায় — ৫৩,০৮৪
- বেহালা পশ্চিম — বিধায়ক: পার্থ চট্টোপাধ্যায় — ৫২,৪৩০
- রাজারহাট-গোপালপুর — বিধায়ক: অদিতি মুন্সি — ৪৭,৬০৪
- আসানসোল উত্তর — বিধায়ক: মলয় ঘটক — ৪২,৫৯৯
- শ্যামপুকুর — বিধায়ক: শশী পাঁজা — ৪২,৩০৩
- আসানসোল দক্ষিণ — বিধায়ক: অগ্নিমিত্রা পাল — ২৯,২০২
- চৌরঙ্গী — বিধায়ক: নয়না বন্দ্যোপাধ্যায় — ৭৪,৫৫৩
- টালিগঞ্জ — বিধায়ক: অরূপ বিশ্বাস — ৩৫,৩০৯
- কামারহাটি — বিধায়ক: মদন মিত্র — ৩৫,১৯১
- দমদম উত্তর — বিধায়ক: চন্দ্রিমা ভট্টাচার্য — ৩৩,৯১২
- দমদম — বিধায়ক: ব্রাত্য বসু — ৩৩,৮৬২
- শিলিগুড়ি — বিধায়ক: শঙ্কর ঘোষ — ৩১,১৮১
- বাগদা — বিধায়ক: মধুপর্ণা ঠাকুর — ২৪,৯২২
- বীজপুর — বিধায়ক: সুবোধ অধিকারী — ২৬,৪৬৯
- ভাটপাড়া — বিধায়ক: পবন সিংহ — ৩১,৭৩০
- ব্যারাকপুর — বিধায়ক: রাজ চক্রবর্তী — ৪০,৯৯৮
- বিধাননগর — বিধায়ক: সুজিত বসু — ৪৪,৯০৬

আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার অবসান, নবম-দশমে ৪০ হাজারের ইন্টারভিউ তালিকা প্রকাশ কমিশনের
ছাব্বিশের ভোটের আগে এই পরিসংখ্যান রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। বিধানসভা ধরে ভোটার তালিকায় সম্ভাব্য বাদ পড়ার এই হিসেব এখন নজরে নির্বাচন সংক্রান্ত সমস্ত মহলের (SIR In Bengal)।












