ডিজিটাইজেশন মাত্র ৪৯%! ফর্ম ফিলআপ করলেই কি নিরাপদ নাম? জানুন কারা বাদ পড়বেন

Published on:

Published on:

SIR in Bengal Digitisation Lag Sparks Concern
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এনুমারেশন ফর্ম ফিলআপ শেষ হতে আর মাত্র ১০ দিন বাকি। তার মধ্যেই উদ্বেগ বাড়ছে, কারণ পশ্চিমবঙ্গের মোট এনুমারেশন ফর্মের এখনও ৫০ শতাংশেরও কম ডিজিটাইজড হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য সামনে আসতেই বাংলা এসআইআর (SIR in Bengal) নিয়ে নতুন করে চাপ তৈরি হয়েছে প্রশাসনের মধ্যে।

বাংলায় ৯৯.৭৫% ফর্ম বিলির কাজ হয়েছে (SIR in Bengal)

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ৭ কোটি ৬৬ লক্ষ ভোটারের মধ্যে ৭ কোটি ৬৪ লক্ষকে এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে (SIR in Bengal)। অর্থাৎ ফর্ম বিলির কাজের ৯৯.৭৫% সম্পূর্ণ। কিন্তু যে ফর্মগুলি BLO-রা সংগ্রহ করেছেন, তার মধ্যে ডিজিটাইজড হয়েছে মাত্র ৩.৭৭ কোটি, যা মোটের মাত্র ৪৯.২৬%।

প্রসঙ্গত, আগের চেয়ে বেশি কাজের চাপ থাকায় অভিযোগ জানিয়েছেন BLO-রা। তাঁদের দাবি, এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ অত্যন্ত কঠিন ও সময়সাপেক্ষ। এমনকী অতিরিক্ত চাপের জেরে রাজ্যের দুই BLO আত্মঘাতী হয়েছেন বলেও অভিযোগ উঠে এসেছে। যদিও কমিশন আশাবাদী যে খুব তাড়াতাড়ি প্রক্রিয়াটি সম্পূর্ণ করা যাবে (SIR in Bengal)।

SIR নিয়ে ফের মামলা কলকাতা হাইকোর্টে

এই পরিস্থিতিতেই SIR সংক্রান্ত মামলায় আবারও দরজা কড়া নাড়ল কলকাতা হাইকোর্ট। তবে মামলাটি অনির্দিষ্টকালের জন্য মুলতুবি করে দিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল। কারণ, একই ইস্যুতে সুপ্রিম কোর্টে একটি মামলা বিচারাধীন। বিচারপতির স্পষ্ট জানিয়েছেন যে, এ মুহূর্তে কোনও হস্তক্ষেপ নয়। সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশের ওপরেই নির্ভর করবে কলকাতা হাই কোর্টের রায়।

ফর্ম ফিলআপ করলেই কি ভোটার তালিকায় নাম থাকবে?

SIR-এর ফর্ম ফিলআপ প্রক্রিয়া চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ফর্ম ফিলাপ প্রক্রিয়াটি হবে অফলাইন ও অনলাইনে। আর ৯ ডিসেম্বর প্রকাশ হবে SIR-এর প্রথম খসড়া ভোটার তালিকা।কিন্তু প্রশ্ন, ফর্ম ভরলেই কি তালিকায় থাকবে নাম? এই প্রসঙ্গে কমিশন কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে সেই নিয়ে একটি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। জেনে নিন তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে।।

কারা বাদ যাবে ভোটার তালিকা থেকে?

কমিশনের নিয়ম অনুযায়ী বিশেষ কয়েকটি ক্ষেত্রে ভোটার তালিকা থেকে নাম যেতে পারে। সেগুলি হল-

  1. ৪ ডিসেম্বরের মধ্যে ফর্ম ফিলআপ না করলে নাম বাদ।
  2. বাড়ি বাড়ি ফর্ম বিলির সময় ঠিকানায় না পাওয়া গেলে, এবং পরে অনলাইনে জমা না দিলে নাম বাদ।
  3. মৃত ভোটারদের নাম বাদ যাবে।
  4. ডবল এন্ট্রি থাকলে, অর্থাৎ একই ভোটারের নাম দুই জায়গায় পাওয়া গেলে বাদ।
  5. ফর্ম জমা না দিলে কোনওভাবেই তালিকায় থাকবে না ভোটারের নাম।

SIR in Bengal Digitisation Lag Sparks Concern

আরও পড়ুনঃ ‘বাংলাদেশি’ তকমা, তবু SIR তালিকায় লাভলি খাতুন! উঠে এল বিস্ফোরক অভিযোগ

কাদের ডাক পড়বে শুনানিতে?

SIR ম্যাপিংয়ে গরমিল থাকলে, ২০০২ সালের ডেটায় ভোটারের নাম থাকা না থাকা নিয়ে সন্দেহ থাকলে, বা এনুমারেশন ফর্মের তথ্য এবং কমিশনের তথ্যে অমিল পাওয়া গেলে তখন সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে (SIR in Bengal)।