বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া অর্থাৎ এসআইআর (SIR) ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। কতজন ভোটারের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ যেতে পারে, সেই প্রশ্নেই এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা ও বিতর্ক।
এসআইআর (SIR)-এর মূল লক্ষ্য কী?
নির্বাচন কমিশনের নির্দেশে চালু হওয়া এসআইআর (SIR)-এর মূল লক্ষ্য হল পুরনো ও ভুল তথ্য সংশোধন করে ভোটার তালিকাকে নির্ভুল করা। এই প্রক্রিয়ায় মৃত্যু হয়েছে এমন ভোটার, একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তি কিংবা স্থায়ীভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারদের নাম যাচাই করা হচ্ছে। সেই কারণেই ব্যাপক হারে নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগেই দাবি করেছিলেন, এসআইআর (SIR)-এর মাধ্যমে ১ কোটিরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। তাঁর এই ভবিষ্যদ্বাণী সামনে আসার পরেই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র তরজা।
তবে কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার সন্ধে পর্যন্ত মোট ৫৫ লক্ষ ৪৫ হাজার ১৬৭ জন ভোটার বাদের তালিকায় ছিলেন। আধিকারিকদের দাবি, এনুমারেশন চলাকালীন এই সংখ্যা প্রতিদিন গড়ে প্রায় ১ লক্ষ করে বাড়ছে। তা সত্ত্বেও, বর্তমান হিসেব অনুযায়ী বাদের তালিকায় থাকা ভোটারের সংখ্যা এখনও ১ কোটির থেকে অনেকটাই দূরে। ফলে শেষ পর্যন্ত সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে কৌতূহল তুঙ্গে।

আরও পড়ুনঃ বন্দে মাতরম নিয়ে ১০ ঘণ্টার আলোচনা সংসদে, আজ বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
উল্লেখ্য, আগামী বুধবার, ১১ ডিসেম্বর এসআইআর (SIR)-এর এনুমারেশন পর্ব শেষ হচ্ছে। এরপর যাচাই-বাছাই ও চূড়ান্ত তালিকা প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। তখনই স্পষ্ট হবে, আসলে কতজন ভোটারের নাম চূড়ান্তভাবে তালিকা থেকে বাদ যাচ্ছে। এনুমারেশন পর্ব শেষের মুখে দাঁড়িয়ে, SIR-এর অঙ্ক এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সংখ্যা এখন রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।











