বাংলা হান্ট ডেস্কঃ ভোটার তালিকার নিবিড় পরিমার্জন বা এসআইআর (SIR) পর্বে সবচেয়ে বড় প্রশ্ন ছিল কাদের নাম থাকবে ভোটার তালিকায়, আর কারা বাদ পড়বেন। এই নিয়ে নির্বাচন কমিশন যদিও আগেই বিস্তারিত জানিয়েছিল। তবুও সাধারণ মানুষের মধ্যে সংশয় ছিল। সেই পরিস্থিতিতেই খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করল কমিশন (Election Commission)।
খসড়ার আগেই প্রকাশ নাম বাদের তালিকা (SIR)
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ এসআইআর-এর (SIR)খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। তার আগেই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, কাদের নাম এই খসড়া তালিকায় থাকছেন না। অর্থাৎ নাম বাদের তালিকা আগেই প্রকাশ করা হয়েছে।
কোথায় পাওয়া যাবে এই তালিকা?
নির্বাচন কমিশন জানিয়েছে, ceowestbengal.wb.gov.in এই ওয়েবসাইটেই প্রকাশিত হয়েছে নাম বাদের তালিকা। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং বুথ অনুযায়ী কতজনের নাম বাদ পড়েছে, তার সম্পূর্ণ তথ্য সেখানে দেওয়া রয়েছে। ওয়েবসাইটে ঢুকলেই তালিকা ডাউনলোড করা যাচ্ছে।
কমিশন সূত্রে জানা গিয়েছে, গত ১১ ডিসেম্বর প্রথম এই নাম বাদের তালিকা প্রকাশ করা হয়েছিল। এরপর প্রায় প্রতিদিনই সেই তালিকা আপডেট করা হচ্ছিল। খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনেই আপাতভাবে নাম বাদের চূড়ান্ত তথ্য সামনে আনা হল।
এর আগে কমিশন জানিয়েছিল, বাদের তালিকায় থাকা সম্ভাব্য ভোটারের সংখ্যা ছিল ৫৮ লক্ষ ২০ হাজারের একটু বেশি। এর মধ্যে মৃত ভোটার ছিলেন ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন। নিখোঁজ ভোটারের সংখ্যা ছিল ১২ লক্ষ ২০ হাজার ৩৮ জন। অন্য জায়গায় চলে গিয়েছেন ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন। ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত হয়েছিলেন ১ লক্ষ ৮৩ হাজার ৩২৮ জন। এছাড়া অন্যান্য কারণে নাম ছিল প্রায় ৫৭ হাজার জনের।

আরও পড়ুনঃ ‘বিচার এখনও অসম্পূর্ণ’, আরজি কর কাণ্ডে আইন হাতে নেওয়ার হুঁশিয়ারি তিলোত্তমার মায়ের
এই চূড়ান্ত তালিকায় নাম বাদের সংখ্যা আগের তুলনায় বেড়েছে না কমেছে, তা এখনও স্পষ্ট নয়। তবে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনেই নাম বাদের তথ্য প্রকাশ করায় ভোটার তালিকা সংশোধন (SIR) পর্বে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।












