বাংলা হান্ট ডেস্কঃ এসআইআর-এর (SIR) খসড়া ভোটার তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে সমস্যা। প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম এই তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। অনেক জীবিত ভোটারের নাম মৃত হিসেবে উঠে এসেছে। আবার কারও নাম থাকলেও বয়স, লিঙ্গ বা নামের বানানে রয়েছে ভুল। এই সব সমস্যা ঠিক করতেই শুরু হচ্ছে SIR-এর দ্বিতীয় ধাপ শুনানি বা হিয়ারিং।
কবে থেকে যাবে নোটিস?
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার থেকেই ভোটারদের হিয়ারিং নোটিস পাঠানো শুরু হবে। বৃহস্পতিবার নোটিস পাঠানোর কথা থাকলেও বিশেষ কারণে তা হয়নি। নোটিস তৈরি থাকলেও সেগুলি ইংরেজিতে হওয়ায় সমস্যা হতে পারে, এই কারণে এখন আঞ্চলিক ভাষায় অনুবাদ করা হচ্ছে। ২২ বা ২৩ ডিসেম্বর পর্যন্ত নোটিস পাঠানোর কাজ চলবে। এরপর ১৫ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে (SIR)।
কারা শুনানির ডাক পাবেন?
নির্বাচন কমিশন কারা কারা সোনালীদের দাঁত পেতে পারে তা নিয়ে একটি বিস্তারিতভাবে ব্যাখ্যা জানিয়েছে। কমিশন জানিয়েছে যাঁরা ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজের কোনও যোগ দেখাতে পারেননি, তাঁরা ‘নো ম্যাপিং’ তালিকায় রয়েছেন। এই তালিকায় রয়েছেন প্রায় ৩০ লক্ষ ভোটার। তাঁদের সবাইকে শুনানিতে ডাকা হবে। এছাড়াও ১ লক্ষ ৩৬ হাজার ভোটারকে সন্দেহভাজন ধরা হয়েছে। তাঁদের নাম, বয়স বা লিঙ্গে গরমিল রয়েছে। শুক্রবার থেকে প্রথমে ‘নো ম্যাপিং’ তালিকার ভোটারদেরই ডাকা হবে।
কবে যেতে হবে শুনানিতে?
ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে BLO-রা নোটিস পৌঁছে দেবেন। সেই নোটিসেই লেখা থাকবে কবে শুনানিতে যেতে হবে, কোথায় যেতে হবে। এছাড়াও ভোটারের রেজিস্টার্ড মোবাইল নম্বরে মেসেজ করেও জানানো হতে পারে।
শুনানি কোথায় হবে?
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে—
- নোটিস হবে দুটি কপি
- একটি ভোটারের কাছে থাকবে
- অন্যটি ভোটারের সই নিয়ে BLO নিজের কাছে রাখবেন
- নোটিস পাওয়ার পর এক সপ্তাহ সময় দেওয়া হবে শুনানিতে যাওয়ার জন্য
- শুনানি হবে জেলাশাসক, মহকুমা শাসক ও বিডিও অফিসে
- প্রতিদিন সর্বোচ্চ ১০০ জন ভোটারকে নিয়ে শুনানি হবে
- শুনানিতে থাকবেন ARO ও AERO

আরও পড়ুনঃ ‘ভুল সিদ্ধান্ত’, মহুয়ার বিরুদ্ধে চার্জশিট জমার অনুমোদন খারিজ করল হাই কোর্ট, স্বস্তিতে তৃণমূল সাংসদ
শুনানিতে যেতে না পারলে কী হবে?
যে ভোটারের নামে নোটিস এসেছে, তিনি যদি নির্দিষ্ট দিনে শুনানিতে যেতে না পারেন, তাহলে তারিখ বদলানো হতে পারে। তবে সেক্ষেত্রে যথাযথ কারণ জানাতে হবে (SIR)।












