SIR প্রক্রিয়ায় তৃতীয় লিঙ্গের নাম তোলা নিয়ে মামলা, কী সিদ্ধান্ত নিল আদালত?

Published on:

Published on:

SIR Voter List Update Reaches Court
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার বাংলায় শেষ হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর (SIR)। ফর্ম পূরণ, জমা ও আপলোড, তিন ধাপের কাজই শেষ করেছে নির্বাচন কমিশন। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এই আবহে এসআইআর প্রক্রিয়া ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে নতুন করে মামলা দায়েরের চেষ্টা হলেও তা গ্রহণ করল না কলকাতা হাই কোর্ট।

তৃতীয় লিঙ্গের ভোটার নিয়ে মামলা ফেরাল আদালত

এসআইআর (SIR) প্রক্রিয়ায় তৃতীয় লিঙ্গের মানুষদের নাম সঠিকভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে না। এই অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছিল। তবে রাজ্যের সর্বোচ্চ আদালত সেই আবেদন গ্রহণ করেনি। মামলাটি ফেরত দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ।

কেন মামলা গ্রহণ করা হল না?

মামলা খারিজের কারণ ব্যাখ্যা করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, এসআইআর (SIR) সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ রয়েছে। সেই নির্দেশ অনুযায়ী, এই সংক্রান্ত কোনও মামলা হাই কোর্টে গ্রহণ করা যাবে না। আদালতের তরফে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হয়, বিষয়টি নিয়ে তাঁরা যেন সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

SIR Voter List Update Reaches Court

আরও পড়ুনঃ হাইকোর্টের নির্দেশে বদলাতে পারে ছবি? ২৬ হাজার শিক্ষকদের নিয়ে বড় খবর

এসআইআর (SIR) শেষে কী বলছে নির্বাচন কমিশন?

এদিকে বৃহস্পতিবার এসআইআর (SIR)-এর ফর্ম পূরণ, জমা ও আপলোডের প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সূত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। কমিশনের হিসেব অনুযায়ী, মোট ৫৮ লক্ষ ভোটারের মধ্যে
মৃত ভোটার হিসেবে চিহ্নিত হয়েছেন ২৪ লক্ষ ১৮ হাজার ৬৯৯ জন, স্থানান্তরিত হয়েছেন ১৯ লক্ষ ৯৩ হাজার ৮৭ জন, নিখোঁজ ভোটারের সংখ্যা প্রায় ১২ লক্ষ ১ হাজার ৪৬২ জন, ডুপ্লিকেট ভোটার পাওয়া গিয়েছে ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৫ জন, অন্যান্য কারণে বাদ পড়তে পারেন আরও ৫৭ হাজার ৫০৯ জন।