ভোটার লিস্ট আপডেট শুরু, BLO- রা এলে কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে জানুন এখনই

Published on:

Published on:

SIR what documents should be shown when visiting BLO know now

বাংলা হান্ট ডেস্ক: এসআইআর (SIR) নিয়ে যথারীতি কপালে ঘামের বিন্দু জমতে শুরু করেছে অনেকের। তার ওপর এই এসআইআর এর জন্য ভোক্তার তালিকার বিশেষ সংশোধনের কাজও শুরু হয়েছে। পাশাপাশি শুরু হয়েছে বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণও। ডিউটি আবার ও নিরাপত্তা ইত্যাদি নিয়ে ইতিমধ্যে বি এল ওদের মধ্যে উঠেছে নানান দাবি। পাশাপাশি কিভাবে এই প্রক্রিয়া এগোবে ও কবে প্রকাশিত হবে ভোটের তালিকা তা নিয়ে সকলেরই আগ্রহ (SIR West Bengal)। হিসাব মতো ৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে শুরু হবে এই এনুমারেশনের। যেখানে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশনের দেওয়ার পর্ব চলবে ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর অব্দি। তারপর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ৯ ডিসেম্বর। এবার আপনার বাড়িতে বিএলও (BLO) রা আসলে পরে আপনাকে কি কি নথি হাতের সামনে রাখতে হবে সেটি আজকে প্রতিবেদনে জানানো হল।

BLO এলে দেখাতে হবে কোন ডকুমেন্ট, জানুন এখনই (SIR)

পশ্চিমবঙ্গের শেষবার এস আই আর (SIR) হয়েছিল ২০০২ সালে। পশ্চিমবঙ্গের ২০০২ সালে ভোটার তালিকায় প্রকাশিত হয়েছিল এটি। তা দেখাও যাচ্ছে কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে। এবার ২০০২ সালের তালিকায় যাদের নাম রয়েছে তাদের কোন চিন্তা রইল না। তবে ২০০২ সালের তালিকায় যাদের নাম নেই তাদেরকে ভোটার তালিকায় নাম তোলার জন্য বেশকিছু নথি দিতে হবে (SIR West Bengal)। সেক্ষেত্রে কি কি নথি লাগছে।

SIR what documents should be shown when visiting BLO know now

আরও পড়ুন: ইলিশের বিকল্প খুঁজছেন? ট্রাই করুন চিংড়ি পাতুরি, স্বাদে দুর্দান্ত, রেসিপি রইল

প্রথমত ২০০২ সালের বা তার আগে যারা জন্মেছেন তাদের ভোটার তালিকায় তাদের নাম তোলার বয়স ছিল না। সে ক্ষেত্রে ২০০২ সালের তালিকায় মা ও বাবার নাম থাকলেও আর কোনো নথি লাগবেনা। শুধুমাত্র কমিশনের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং প্রক্রিয়া করে নিতে হবে। যা ইতোমধ্যে অনেক ভোটাররাই নিজেরাই করে ফেলেছেন।

আরও পড়ুন: প্রচেষ্টা আর প্রতিভার মেলবন্ধন ৫৪ লক্ষ টাকার প্যাকেজে কর্মজীবনে উজ্জ্বল সূচনা বঙ্গ কন্যার

২০০২ সালের তালিকার নাম নেই আপনার?

২০০২ সালের ভোটার তালিকায় যাদের নিজেদের বাবা মার নাম নেই সে ক্ষেত্রে নথি দিয়ে নাম তুলতে হবে। যেখানে কোন কোন উন্নতি গুলো দিতে হবে তা জানানো হল।

১) আপনি কি কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী? তাহলে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয় পত্র দিলেই হবে।

২) আপনার হাতে রাখতে হবে ১৯৮৭ সালের ১ জুলাই এর আগে পাওয়া ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোন নথি।

৩) ১৯৮৭ তে জন্ম হয়নি আপনার বা তেমন কোন নথি নেই তাহলে উপায় আছে। বার্থ সার্টিফিকেট আছে নিশ্চয়ই। অথবা পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখালেও হবে।

৪) তাছাড়া ফরেইন্স রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র বাহ কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রেশন, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রেশন, জমি অথবা বাড়ির দলিল থাকলে তা হাতের কাছে রাখুন। কারণ এগুলোকেই বৈধ নথি হিসেবে বিবেচিত করা হবে।

৫) এছাড়াও সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয় পত্র হিসাবে দেখাতে হবে আধার কার্ড। তবে তা দেখি নাগরিকত্ব দাবি করা যাবে না (SIR)।