বুমরা, শামিদের পেছনে ফেলে দিয়েছেন সিরাজ! গড়েছেন এই অনন্য রেকর্ড

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের (Team India) বোলিংয়ে সাম্প্রতিককালে অনেক উন্নতি ঘটেছে। সোজা কথায় বলতে গেলে ভারতীয় দলে পেস বোলিং অপশন অনেক বেড়েছে। একটা সময় ছিল যখন জাহির খান এককভাবে ভারতীয় পেস বোলিংকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে গিয়েছিলেন। কিছু সময় অন্তর অন্তর তার বোলিং পার্টনার পরিবর্তন হতো। কিন্তু এখন সেই সমস্যা নেই। একাধিক বোলার ভারতীয় মূল দলের সুযোগ পাওয়ার দৌড়ে থাকেন সবসময়।

উদাহরণ হিসেবে আমরা যশপ্রীত বুমরার (Jasprit Bumrah) চোটের বিষয়টি দেখতে পারি। তিনি দীর্ঘদিন চোটের জন্য ভারতীয় দল থেকে সরে রয়েছেন। তার মাঠে ফিরতে এখনো কিছুটা সময় বাকি। কিন্তু এই সময়ে একাধিক পেস বোলার ভারতের হাতে মজুদ ছিল। যার জন্য চলতি বছরে ঘরের মাঠে আয়োজিত প্রথম দুটি ওডিআই সিরিজে দাপট দেখিয়ে জয় পেয়েছে ভারত।

এই পেস বোলারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক হচ্ছেন মহম্মদ সিরাজ (Md Siraj)। এক সময় মনে করা হতো যে তিনি সাদা বলে সীমিত ওভারের ক্রিকেট খেলার যোগ্যই নন। কিন্তু গত এক বছরে ভারতের ওডিআই ফরম্যাটে তার পারফরম্যান্স অতুলনীয়। শ্রীলংকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুটি ওডিআই সিরিজ তিনি অসাধারণ পারফরম্যান্স করেছেন।

siraj 1

এর মধ্যে একটি রেকর্ড নিজের নামে করে নিয়েছেন সিরাজ। ২০২০ সালের শুরু থেকে ভারতের হয়ে যে কজন পেসার ওডিআই ফরম্যাটে বোলিং করেছেন তার মধ্যে তিনি সবচেয়ে কৃপণ বলে প্রমাণিত হয়েছেন। তার নামের পাশেই রয়েছে সবচেয়ে বেশি মেডেন ওভার করার কৃতিত্ব। বুমরা, শামির মতো মহাতারকাদের পেছনে ফেলে দিয়েছেন তিনি।

২০২০ সালের পর থেকে ভারতের হয়ে সবচেয়ে বেশি মেডেন ওভার করা বোলারদের তালিকা:

● মহম্মদ সিরাজ (১৭)
● শার্দূল ঠাকুর (৯)
● যশপ্রীত বুমরা (৮)
● প্রসিদ্ধ কৃষ্ণা (৭)

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর