সুনিতা, কল্পনা চাওলার পর এবার আরও এক ভারতীয় বংশোদ্ভুত কন্যা পাড়ি দিচ্ছেন মহাকাশে

বাংলা হান্ট ডেস্কঃ এক সময় ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে মহাকাশে পাড়ি জমিয়ে ভারতকে গর্বিত করেছিলেন কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামসরা। তারপর কেটে গিয়েছে অনেকগুলো দিন ইতিমধ্যে মঙ্গলে প্রথম মঙ্গল যান পাঠিয়েছে ভারত। এবার ফের একবার ভারতকে গর্বিত করলেন ইন্দো-আমেরিকান কৃতি কন্যা সিরিষা বাণ্ডলা (Sirisha Bandla )। যদিও সিরিষার জন্ম কর্নাটকে হলেও তার বেড়ে ওঠা হাউস্টানে। বর্তমানে তিনি তিনি ভার্জিন গ্যালাকটিকে-র গর্ভনমেন্ট অ্যাফেয়ার্সের ও রিসার্চ অপারেশনসের ভাইস প্রেসিডেন্ট৷

১১ জুলাই মার্কিন বিলিয়নেয়ার রিচার্ড ব্র্যানসনের উদ্যোগে মহাকাশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তার দল। এই দলেরই চার নম্বর ক্রু সিরিষা। তিনি একজন রিসার্চার। মহাকাশ সংক্রান্ত গবেষণায় এর আগেও একাধিকবার ভূমিকা নিয়েছেন তিনি। ইউনিটি ২২ (Unity 22) নামক এই দুরন্ত মিশনে বড় দায়িত্বভার থাকছে তার কাঁধে। এই সফরে তার সঙ্গী চিফ পাইলট ডেভ ম্যাকাই, পাইলট মাইকেল মাসুচি, মহাকাশচারী কলিং বেনেট, বেথ মোজেস এবং রিচার্ড ব্র্যানসন।

সিরিষার এই অসাধারণ কৃতিত্বে খুশি কর্নাটকের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুও (Chandrababu Naidu)। পরপর বেশ কয়েকটি টুইটে এদিন পুরো দল এবং ভারতীয় বংশোদ্ভূত সিরিষাকে শুভেচ্ছাবার্তা জানান তিনি। টুইটারে তিনি লেখেন, ‘‘ নিজেদের নির্ধারিত কাঁচের সীমা ভেঙে ভারতীয় বংশোদ্ভুত মেয়েরা এগিয়ে যাচ্ছে ধারাবাহিকভাবে৷ সিরিষা বাণ্ডলা তেলেগু শিকড়ের মেয়ে ভিএসএস ইউনিটিতে আকাশে ওড়ার জন্য তৈরি৷ যা ভারতীয়দের গর্বিত করছে৷”

তার এই টুইটের পর সিরিষার প্রশংসায় মেতে ওঠেন নেটিজেনরাও। কার্যত টুইটের বন্যা বইতে থাকে ভারতীয় বংশোদ্ভুত এই কন্যাকে শুভেচ্ছা জানাতে। সকলের এই প্রশংসার জবাব দিয়েছেন সিরিষাও। টুইটারে তিনি লেখেন, “সকলে আমাকে এতো ভালোবাসা জানিয়েছেন, আমার আর আলাদা করে টুইট করার দরকারই নেই। গতকাল থেকে যেভাবে একের পর এক শুভেচ্ছাবার্তা পেয়েছি তাতে আমি সত্যিই ভীষণরকম আবেগাপ্লুত। ধীরে ধীরে ওদের সঙ্গে কাজ এগিয়ে নিয়ে চলেছি। প্রতিমুহূর্তে একটা একটা পদক্ষেপ এগিয়ে যাচ্ছি।”


Abhirup Das

সম্পর্কিত খবর