বাংলা হান্ট ডেস্কঃ আদালতে স্বস্তি পেলেন প্রাক্তন সাংসদ শিশির অধিকারী (Sisir Adhikari)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর বিরুদ্ধে কুণাল ঘোষের (Kunal Ghosh) করা মানহানির মামলায় বিচার প্রক্রিয়ার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ ফের বাড়াল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)।
বৃহস্পতিবার তৃণমূল নেতা কুণাল ঘোষের মানহানি সংক্রান্ত মামলায় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ বৃদ্ধি করার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের। আগামী ২৪ সেপ্টেম্বর হাই কোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে।
প্রসঙ্গত, শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে কুণাল কড়া ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। ঝড়ের গতিতে শিশিরবাবুর সম্পত্তি বৃদ্ধি নিয়ে তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠিও লেখেন কুণাল। এরই পাল্টা কুণালকে ‘জেলখাটা আসামি’ বলে তোপ দাগেন শিশির। আর এই নিয়েই মানহানির অভিযোগ তুলে মামলা করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
আরও পড়ুন: ‘দোকানটাই তো সব, এবার কি খাব?’ রাজ্যজুড়ে হকার উচ্ছেদে চিন্তায় নন্দিনী দিদি-সাগররা
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বিরাট মোড়! এবার ইতিকে তলব করল CBI, মহিলার পরিচয় ‘ফাঁস’ হতেই তোলপাড়
গত জানুয়ারি মাসে শিশির অধিকারীর বিরুদ্ধে সমন জারির নির্দেশ দিয়েছিল কলকাতা নগর দায়রা আদালত। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন শিশির। সেই মামলাতেই নিম্ন আদালতের বিচার স্থগিত রাখার নির্দেশ দিয়েছিল কলকাতা কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এদিন ফের সেই মামলায় স্থগিতাদেশের সময়সীমা বৃদ্ধি করা হল।