৭২-এই থামল জীবনরথ, কখনও না ফেরার দেশে বাম নক্ষত্র সীতারাম ইয়েচুরি

বাংলা হান্ট ডেস্কঃ আগস্ট মাসে বুদ্ধ প্রয়াণের ধাক্কা কাটতে না কাটতেই বাম শিবিরে ফের শোকের ছায়া। এবার না ফেরার দেশের পাড়ি দিলেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। জানা যাচ্ছে, বৃহস্পতিবার দুপুর ৩:০৩ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর।

  • আগস্ট মাসে ভর্তি হয়েছিলেন হাসপাতালে (Sitaram Yechury)

গত ১৯ আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে দিল্লি এইমসে (Delhi AIIMS) ভর্তি হয়েছিলেন বাম নেতা। এতদিন সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। তবে সোমবার রাত থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। কৃত্রিম শ্বাসযন্ত্রের সাহায্যে তাঁর শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে বলে জানা যায়। আজ হাসপাতালেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সব চেষ্টা বিফল করে অনন্তের পথে পাড়ি দিলেন সীতারাম।

  • বাম শিবিরে শোকের ছায়া

সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে দলের নেতা, কর্মীদের মধ্যে। দেশের নানান প্রান্তের নেতা কর্মীরা সীতারামের (Sitaram Yechury) মৃত্যু সংবাদ শুনে শোকজ্ঞাপন করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই সীতারামের মৃত্যুতে বাম শিবিরে গভীর শূন্যতা তৈরি হল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ শর্তের পাল্টা শর্ত! জুনিয়র চিকিৎসকদের ফের চিঠি পাঠালেন মুখ্যসচিব, এবার কী বলা হল?

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাম নেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। সীতারাম ইয়েচুরির মতো রাজনীতিকের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে বিরাট ক্ষতি হল, লিখেছেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও শোকজ্ঞাপন করেছেন।

Sitaram Yechury

শারীরিক অসুস্থতার কারণে সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury) যে হাসপাতালে ভর্তি একথা শুরুতে অনেকেই জানতেন না। গত ২২ আগস্ট একটি ভিডিও প্রকাশ করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ করেছিলেন তিনি। বুদ্ধবাবুর প্রয়াণের সময় কলকাতায় আসতে পারেননি সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সময় তাঁর ছানি অপারেশন হয়েছিল। এরপর হাসপাতালে ভর্তি থাকার কারণে ২২ আগস্ট বুদ্ধবাবুর স্মরণসভাতেও আসতে পারেননি সীতারাম।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর