বাদ যাবে অকর্মণ্যরা, জায়গা পাবে নতুনরা! বঙ্গ সিপিএমকে নবরূপে সাজাতে আসছেন ইয়েচুরি

বাংলাহান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে বাংলা থেকে ধূলিস্মাৎ হওয়ার পর, এবার নড়েচড়ে বসছে সিপিএম (CPM)। দলে বড় পরিবর্তন করে নতুন করে দল সাজিয়ে তোলায় চিন্তা ভাবনা করছেন শীর্ষ নেতৃত্বরা। সেই কারণেই বাংলায় পা রাখতে চলেছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)-সহ একদল শীর্ষ নেতৃত্বরা।

লবির জোর দেখিয়ে চেয়ার দখল করে পার্টি অফিসে বসে স্রেফ ‘আড্ডা’ দেওয়া, কাজের নামে অকাজে বেশি সময় দেওয়া এসমস্ত বন্ধ করতে এবং অকর্মণ্যদের চেয়ার থেকে টেনে নামাতে বৃহস্পতিবার আলিমুদ্দিনে এক বৈঠকে বসাছে সিপিএমের রাজ্য কমিটি। দলের অন্দরে করা হবে বেশকিছু বদল।

cpim.1.697816 1

দল সাজানোর পাশাপাশি রাজ্যের শাসকদল সম্পর্কে সিপিএমের দলগত অবস্থান, সবকিছুই আলোচিত হবে এই ২ দিনের এই বৈঠকে। নির্বাচনের পূর্বে যে তৃণমূল এবং বিজেপিকে একসঙ্গে ‘বিজেমূল’ আখ্যা দিয়ে প্রতিদ্বন্ধীতা করেছিল বঙ্গ সিপিএম নেতৃত্বরা, এখন তাঁদের গলাতেই শোনা গেছে তৃণমূল ঘেঁষা সুর। সে সম্পর্কেও অবস্থান স্পষ্ট করার পাশাপাশি, দলে নতুনদের জায়গাও করে দেওয়া হবে বৈকে- এমনটাই খবর।

প্রসঙ্গত, সম্প্রতি তিনদিন ব্যাপী সেন্ট্রাল কমিটির ভার্চুয়াল বৈঠকের শেষ দিনে, অর্থাৎ রবিবারে বলা হয়, ৭৫ এর উর্দ্ধসীমা বেঁধে দেওয়া হচ্ছে সিপিএমের পক্ষ থেকে। এবার থেকে পলিটব্যুরো এবং কেন্দ্রীয় কমিটিতে ৭৫ বছরের বেশি বয়সী কোন নেতৃত্ব থাকতে পারবেন না। এই কমিটির সদস্যের বয়স হতে হবে ৭৫ বছরের মধ্যে।

অর্থাৎ, প্রবীণদের বাদ দিয়ে এবার নতুনদের সুযোগ করে দিতে চাইছে সিপিএম নেতৃত্বরা। তবে দলের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার এই কমিটি থেকে বাদ যেতে পারেন বিমান বসু থেকে হান্নান মোল্লারা।

Smita Hari

সম্পর্কিত খবর