১০৩ বছরের বৃদ্ধা করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে ফিরে পেলেন জীবন, ছয়দিনের মধ্যে হলেন সুস্থ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সারা বিশ্বে যখন করোনাভাইরাস(corona virus)  ছড়িয়ে পড়েছে। মারা গিয়েছে অনেকেই। আক্রান্ত বহু মানুষও। ১০৩(103) বছরের বৃদ্ধা করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে ফিরে পেলেন জীবন।

বুধবার এ পর্যন্ত চীন করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত মোট ৮০,৭৯৩(80,793) জন। রোগীর মধ্যে উপস্থিত হয়েছে ৩,১৬৯(3,169) জন। শীঘ্রই, বিশ্বব্যাপী ১০৭(107) দেশগুলিতে ফ্লে সংক্রমণ থেকে এখন পর্যন্ত ৪৫০০(4500) জন লোকের মৃত্যু হতে পারে। জানা গিয়েছে, এখন অবধি ১,২৪,০০০(1,24,000) থেকে বেশি লোক সংঘবদ্ধ।

 

জানা গিয়েছে, ১০৩ বছরের মহিলা সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন। তারপর তার পরিবার তাকে হাসপাতালে ভর্তি করে। সেখানে তার রক্ত পরীক্ষা করা হয় । আর সেখানেই ধরা পড়ে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। শুরু হয় তার চিকিৎসা। ছয়দিনের মাথায় তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

চিকিৎসকরা বলেন, যে এটি সংক্রামিত  রোগ নয়। মানুষ এর থেকে বেশি পরিমাণে রেহাই পাচ্ছে না তার কারন তাদের নিজস্ব ইমিউনিটি সিস্টেম কম থাকায় তারা এই রোগে আক্রান্ত। তারই রেকর্ড বেশী বলে জানা গিয়েছে।

চিনের ন্যাশনাল হেল্থ সেন্টার থেকে জানা গিয়েছে, করোনা ভাইরাস সবচেয়ে খারাপ ভাইরাস। একটি প্রেস কনফারেন্স ঘোষণা করা হয়েছে, এই ভাইরাসে আক্রান্তরা বেশী ঘাবড়াবেন না। কন্ট্রোল রুম আছে। সেখানে যোগাযোগ করবেন।

 

 

X