অবিশ্বাস্য! এবার আগেভাগেই Skin Cancer চিহ্নিত করতে পারবে AI, নয়া দিশা দেখালেন ভারতীয় গবেষক

বাংলাহান্ট ডেস্ক : ত্বকের ক্যানসার (Cancer) চিহ্নিতকরণের ক্ষেত্রে এবার বড় ভূমিকা নিতে পারে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা। লিজনের অবস্থা বা তার বর্ণনা শুনেই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বলা যাবে সেটি ক্যানসারাস (Cancerous) কি না। এক ভারতীয় বংশোদ্ভূত গবেষকের গবেষণায় মিলল নতুন আশার আলো। ত্বকের উপর মৃত কোষের প্যাচ বা উঁচু মাংসপিন্ড তৈরি হলে সেটিকে ডাক্তারি ভাষায় বলা হয় লিজন।

ত্বকের ক্যানসার (Cancer) নির্ণয়ের নয়া উপায়

এই লিজন ত্বকের ক্যানসারের (Cancer) অন্যতম একটি লক্ষণ। তবে সবক্ষেত্রে লিজন মানেই কিন্তু ক্যানসার নয়। মানব শরীরে ত্বকের উপর যদি লিজন দেখা যায় তাহলে কেউ কী করে বুঝবেন সেটি আদৌ ক্যানসারাস কি না? নয়া আবিষ্কৃত কৃত্রিম বুদ্ধিমত্তার একটি সিস্টেম এবার সেই লিজ়নের অবস্থা বা বর্ণনা শুনে বলে দিতে পারবে সেটি ক্যানসার কি না।

Skin Carcer detection new process

এসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. হায়দার রাজার নেতৃত্বে এআই নিয়ে এই সংক্রান্ত একটি গবেষণা চালায় এসেক্স বিশ্ববিদ্যালয় এবং চেক ফর ক্যানসার নামক একটি সংস্থা। অ্যাঙ্গলিয়ান রাস্কিন বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজের আডেনব্রুক হাসপাতালও ছিল এই গবেষণায়। এসেক্স বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, এআই সিস্টেম মারফত ২৫ হাজার ১০৫ জন রোগীর ৫৩ হাজার ৬০১ মেটাডাটা বিশ্লেষণ করা হয়।

আরোও পড়ুন : নিয়োগ দুর্নীতি মামলায় আরও চাপ বাড়ল অভিষেকের

পাশাপাশি রোগীর বয়স, দেহ ও চুলের রং, পারিবারিক ব্যাধির ইতিহাসও জানতে চায় এই সিস্টেম। সেইসব তথ্য বিশ্লেষণ করে ৮৫% ক্ষেত্রে রোগ চিহ্নিত করতে সফলভাবে সক্ষম হয়েছে এই সিস্টেম। ড. রেজ়ারের কথায়, ‘‘রোগীদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গবেষণা চালানো হয়েছে। তাতে দেখা গিয়েছে, প্রচলিত কিছু মাপকাঠির সাহায্য নিয়ে ৮৫ শতাংশ ক্ষেত্রে ত্বকের ক্যানসার সঠিক ভাবে চিহ্নিত করতে পেরেছে ওই নতুন এআই সিস্টেম।’’

Skin Carcer detection new process

চেক ফর ক্যানসারের চিফ মেডিক্যাল অফিসার গর্ডন উইজ়ার্ট জানান, ‘‘শুধু লিজ়নের ছবি দেখেও যে ভাবে ক্যানসার চিহ্নিত করেছে এআই সিস্টেম, তা-ও প্রশংসার্হ।’’ এসেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্টফোনের মাধ্যমে এই এআই (Artificial Intelligence) সিস্টেম ব্যবহার করে খুব শীঘ্রই সাধারণ মানুষ প্রযুক্তির ব্যবহার করতে পারবেন। বলা বাহুল্য, ত্বকের ক্যানসার (Skin Cancer) চিকিৎসায় নতুন দিগন্ত খুলে যাবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর