বাংলা হান্ট ডেস্ক: সামনেই আসন্ন পুজো। পুজো উপলক্ষে ইতিমধ্যে পার্লারে ভিড় জমতে শুরু হয়ে গিয়েছে। কারন পুজোর সময় সাজগোজ সুন্দরভাবে করতে হবে। কিন্তু জানেন কি আপনার সাজ তখনই সুন্দর হবে যখন আপনার ত্বক ভালো থাকবে (Skin Care)। কিন্তু বর্তমানে কাজের প্রেসারে আপনি ত্বকের পরিচর্যা করার সময় পান না। তবে আজকের প্রতিবেদনে জানানো হল পার্লারে সময় নষ্ট না করেও ঘরে বসে কিভাবে পেতে পারেন উজ্জ্বল ত্বক।
খরচ ছাড়াই স্কিন কেয়ার, সৈন্ধব লবণেই মিলবে প্রাকৃতিক গ্লো (Skin Care)
পুজোর আগে সকলে নিজেকে সুন্দর দেখানোর জন্য নানান রকমের পন্থা অবলম্বন করে। কিন্তু এই পন্থা অবলম্বন করতে গিয়ে ব্যবহার করা হয় নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট। এই কেমিক্যাল প্রোডাক্টগুলি ব্যবহার করার ফলে সাময়িকভাবে উজ্জ্বলত পাওয়া গেলেও। পরে ত্বকে নানান ধরনের সমস্যা দেখা যায়। তবে কেমিকাল প্রোডাক্ট ব্যবহার না করে আপনি ব্যবহার করতে পারেন সৈন্ধব লবণ। এই লবণ বিশেষ খনিজ উপাদানে পরিপূর্ণ। তাই এই নুনের দাম সাধারণ লবণের থেকে বেশিই হয়। এর পাশাপাশি এই লবণ ত্বকের যত্নে অন্যতম ভূমিকা পালন করে (Skin Care)।
আরও পড়ুন: পুজোর ছুটিতে হিল-ট্রিপের মেজাজ! গ্যাংটক লাগোয়া পাস্তাংগা হতে পারে আপনার সেরা গন্তব্য
কিভাবে ব্যবহার করবেন এই লবণ?
প্রথমে এক চামচ সৈন্ধব লবণ। একটি তামার পাত্রে এই লবণ ভিজিয়ে রাখুন। তারপর প্রতিদিন সকালবেলা সেই জল দিয়ে মুখ ধুলে আপনি ত্বকের লাবণ্য ফিরে পাবেন। এর পাশাপাশি রুক্ষ ত্বক হয়ে উঠবে জেল্লাদার। কারণ এই জলে মধ্যে থাকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও আয়রনসহ নানা বিধ খনিজ। তাই এই জলকে বলা হয় ‘সো-লে’।
উপকারীতা:
১) নুনের দানা ত্বকের মৃত কোষকে সরাতে সাহায্য করে। পাশাপাশি এটি স্ক্রাবার হিসেবে কাজ করে। এর ফলে মৃত কোষ সরে গেলে ত্বকের (Skin) জেল্লা বেড়ে ওঠে।
২) ত্বকের পিএইচ লেভেলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে এই জল। কারণ ত্বকের পিএইচ (Skin Care) লেভেল মাত্রার ঠিক থাকলে ত্বক হবে ঝকঝকে।