বাংলা হান্ট ডেস্ক: চলছে পূজোর মরশুম। এই সময় অল্প সল্প মেকআপ করতে সকলেই পছন্দ করেন। তবে পুজোর সময় মেকআপের পাশাপাশি ত্বকের একটু বাড়তি জেল্লা সকলে চায়। তাই চট জলদি কিভাবে ত্বকে গ্লো নিয়ে আসবে তা নিয়ে নানারকমের প্রসাধনী পাওয়া যায়। তবে সেগুলি সাময়িক ভাবে আপনাকে উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করলেও। আপনার ত্বকের সমস্যার সৃষ্টি করে। আজকের প্রতিবেদনে রইল এইসব কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করে ঘরোয়া এমন কিছু উপকরণ দিয়ে ফেসপ্যাক ব্যবহার করতে পারেন যার থেকে আপনি উজ্জ্বল ত্বক পেতে পারেন।
মণ্ডপে যাওয়ার আগে ত্বকে দীপ্তি আনবে এই ৩ প্যাক (Skin Care)
পুজো মণ্ডপে যাওয়ার আগে ত্বকের বাড়তি জেলা সকলেই চাই। আর এই ইনস্ট্যান্ট গ্লো আনবে বলে নানা রকমের প্রোডাক্ট ব্যবহার করেন অনেকে (Skin Care)। তবে সেগুলি বিজ্ঞাপনেই সার। ত্বকে ব্যবহার করলে মনের মতন রেজাল্ট সেরকম পাওয়া যায় না। বরং তার বদলে ঘরোয়া এমন কিছু উপকরণ আছে যা ব্যবহার করলে হাতেনাতে আপনি ফলাফল পাবেন। তো জেনে নিন কোন ত্বকে কোনগুলি ব্যবহার করা উচিত (Skin Care)।
আরও পড়ুন: রোগা হতে চিয়া সিড খাচ্ছেন? ডাবের জলে মিশিয়ে খেতে কী কী উপকার পাবেন জানেন?
শুষ্ক ত্বক: শুষ্ক ত্বকের জন্য একান্ত প্রয়োজন তৈলাক্ত ভাব আনা। আর তার জন্য কি ব্যবহার করতে পারেন টক দই। কারণ শুষ্ক ত্বকের প্রধান সমস্যা হল ত্বকের মৃত কোষ বা মরা চামড়া। তাই এই মৃত কোষগুলিকে না সরিয়ে আপনি যতই দামি প্রোডাক্ট ব্যবহার করুন না কেন। আপনার ত্বকের উজ্জ্বলতা ফিরবে না। তাই মধু ও টক দই মিশিয়ে আপনি ত্বকে ব্যবহার করতে পারেন (Skin Care)।
স্পর্শকাতর ত্বক: গোলাপজল, কমলালেবুর খোসা ও হলুদের মতন প্রাকৃতিক উপাদান গুলি ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে। পাশাপাশি এটি মুখে মাখলে ইনস্ট্যান্ট গ্লো মুখে ফিরে আসবে।
তৈলাক্ত ত্বক: শসা, অ্যালো ভেরা, ব্যাসন ও এক চিমটে হলুদ মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। সেটি আপনি মুখে মাখলে পড়ে তৈলাক্ত ত্বকের হাত থেকে রক্ষা পাবেন। কারণ প্রতিদিন কর্মব্যস্ত জীবনে খাওয়া-দাওয়ার তাতে শসা শরীরের জলের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। তেমনই ত্বকের উপরিভাগের আদ্রতা ফিরিয়ে আনতে পারে এই ফল (Skin Care)।