মেকআপ ছাড়াই দীপাবলিতে গ্লো করে ত্বক, কয়েকটি সহজ নিয়মে পেয়ে যান প্রাকৃতিক উজ্জ্বলতা

Updated on:

Updated on:

Skin Care for glowing skin this diwali just follow a few simple tips
Follow

বাংলা হান্ট ডেস্ক: কিছুদিন হল শেষ হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজো রেশ কাটতে না কাটতে নতুন পুজোর আহ্বান শুরু হয়ে গিয়েছে। কারণ সামনেই কড়া নাড়ছে দীপাবলি। দীপাবলি মানে, আলোর উৎসব। আর এই দিন শুধু জামাকাপড় নয়। ত্বকের জেল্লাও চাই উজ্জ্বল। তবে শুধুমাত্র মেকআপ করলেই চলবে না। ত্বকের উজ্জ্বলতা (Skin Care) করতে গেলে পরিচর্যা করা প্রয়োজন। আজকের প্রতিবেদনে জানানো হল কি কিভাবে নিয়ম মানলে আপনার ত্বক উজ্জ্বল থাকবে।

চকচকে ত্বক দীপাবলিতে, কয়েকটি সহজ টিপস মানলেই যথেষ্ট (Skin Care)

দুর্গাপুজোর সময় বহু মানুষ পার্লারে গিয়ে ত্বকের পরিচর্যা করে এসেছে। কিন্তু এত কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করলে ত্বক সাময়িকভাবে উজ্জ্বল দেখায়। কিন্তু পরে তা আর উজ্জ্বল থাকে না। তার ওপর আবার সামনে আসছে দীপাবলি (Diwali)। এই সময় আপনার ত্বক যদি ফ্যাকাসে থাকে তাহলে আপনি যতই সাজুন না কেন। দেখতে আপনাকে ভালো লাগবে না। এবার আর এই উৎসবে পার্লারে না নিয়ে। বাড়িতে কিছু নিয়ম মেনে চলুন। যাতে আপনার ত্বক প্রাকৃতিক ভাবে উজ্জ্বল হয়ে ওঠে (Skin Care)।

Skin Care for glowing skin this diwali just follow a few simple tips

আরও পড়ুন: ছুটির বিকেলে প্লেটে নতুন ধারা, মিষ্টি বাদ দিয়ে ভেজিটেবল ললিপপে জমুক আড্ডা, রইল রেসিপি

বেশি করে জল পান করা: ত্বকের যত্ন নেওয়ার জন্য বেশি করে জল খাওয়া প্রয়োজন। জল কম খেলে পরে ত্বকের আদ্রতা হারিয়ে যায়। পাশাপাশি ত্বকের জেলাও কমে যাবে।

পর্যাপ্ত ঘুম: উজ্জ্বল ত্বক পেতে গেলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। কারণ রাতভর জেগে থাকলে চোখের তলায় কালি হবে। পাশাপাশি ত্বক জেল্লা হারাবে। তাই ঘুমের সঙ্গে কখনো কম্প্রোমাইস করবেন না। এই দীপাবলির আগে কম করে প্রতিদিন ৮ ঘন্টা ঘুমোন।

ভাজাভুজি কম খান: উৎসবের সময় কমবেশি আমরা সকলেই ভাজাভুজি খাই। কিন্তু এই তেলেভাজা ত্বকের জন্য একেবারেই উপকারী নয়। তাই উজ্জ্বল ত্বক গেলে এই তেলে বাজার থেকে দূরে থাকতে হবে আপনাকে (Skin Care)।