শীতের শুষ্কতায় ফাটছে গোড়ালি? এই ৩ প্রাকৃতিক টোটকা দেবে নরম মসৃণ পা

Published on:

Published on:

Skin Care get rid of cracked heels at home with 3 tips

বাংলা হান্ট ডেস্ক: শীতকাল আসলে পরে ত্বকের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি ভোগান্তি পরতে হয় পায়ের গোড়ালি নিয়ে (Skin Care)। কারণ এই সময় ঠান্ডা বাতাস, শুষ্ক হাওয়া ও আদ্রতার অভাবের জন্য ত্বকের নীচের অংশ শক্ত হয়ে আস্তে আস্তে ফেটে যায়। এমনকি সময় গোড়ালি দেখতে শুধু যে খারাপ লাগে তা নয়। অনেক সময় ব্যথা ও চুলকানি হয়।

ফাটা গোড়ালির সমস্যা দূর করুন ঘরেই ৩ টোটকায় (Skin Care)

ফাটা গোড়ালির সমস্যা দূর করতে আপনি ব্যবহার করতে পারেন নারকেল তেল ও মোমের প্যাক। এর জন্য আপনাকে একটি পাত্রে এক চা চামচ নারকেল তেল ও তাতে কয়েকফোঁটাও মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটি ঠান্ডা হলে ফাটা গোড়ালি জায়গায় লাগিয়ে মোজা পড়ে নিন। এটি প্রতিদিন রাতে লাগালে কয়েকদিনের মধ্যেই এর পার্থক্য দেখতে পাবেন (Skin Care)।

Skin Care get rid of cracked heels at home with 3 tips

আরও পড়ুন: দিল্লিতে প্রথমবার হতে চলেছে ক্লাউড সিডিং, জানুন কীভাবে হয় এই কৃত্রিম বৃষ্টি

এছাড়াও লাগাতে পারেন কলা ও মধুর মাস্ক। এই মিশ্রণটি গোড়ালির লাগিয়ে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন। কিছুদিন পর ফল আপনি দেখতে পাবেন।

অথবা গোড়ালি ফাটার সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করতে পারেন গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রন। এটি ত্বকের আদ্রতা যোগায় ও ফাটল সারাতে সাহায্য করে। এটিকে আপনি প্রতিদিন রাত্রেবেলা পায়ে ভালোভাবে মেখে শুয়ে পড়ুন। ১ সপ্তাহ পর ফলাফল নিজের চোখেই দেখতে পাবেন।

এছাড়াও গোড়ালি ফাটার সমস্যা খুব একটা গুরুত্ব দিয়ে অনেকেই দেখেন না। কিন্তু অনেক সময় ছোট সমস্যা হল এর থেকে বড় আকার নিতে পারে। তাই শীতের শুরুতেই নিয়মিত পায়ের যত্ন নিন (Skin Care)।