বাংলা হান্ট ডেস্ক: শীত এখনো ঠিকভাবে পড়তে পারেনি। কিন্তু ইতিমধ্যে ঠোটফাটা শুরু হয়ে গিয়েছে অনেকের। এদিকে লিকুইড লিপস্টিক পড়াও বন্ধ করেছে বেশ অনেকে। কিন্তু যে কারণে ঠোঁট ফাটা আরও বেশি শুষ্ক হচ্ছে। নিজের অজান্তেই আপনি বারবার ঠোঁটে জিভ বুলিয়ে ফেলছেন। এতে সমস্যা আরো জটিল হচ্ছে। আর এর থেকে সুরাহা পেতে ব্যবহার করছেন পেট্রোলিয়াম জেলি। কিন্তু বিউটিশিয়ানরা বলছেন, এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে ভালো মানের লিপব্যাম ব্যবহার করেই শ্রেয়। তাছাড়া ঘরোয়া কিছু পদ্ধতি ব্যবহার করলে ঠোঁটের চামড়া নরম হতে পারে।
একটু যত্নেই ঠান্ডায় ঠোঁট হবে মোলায়েম ও উজ্জ্বল (Skin Care)
১) মধু: ব্যবহার করতে পারেন মধু। কারণ মধুর মধ্যে রয়েছে প্রাকৃতিকভাবে ময়েশ্চারাইজিং। যা ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি রাতে ঘুমোতে যাওয়ার আগে যদি ঠোঁটে সামান্য মধুর প্রলেপ মাখতে পারেন। তাহলে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন (Skin Care)।

আরও পড়ুন: সোনার দাম কে ঠিক করে জানেন? প্রতি সকালে কীভাবে নির্ধারিত হয় আপনার শহরের স্বর্ণমূল্য
২) ঘি ও নারকেল তেল: ছোট একটি পাত্রে সমপরিমান ঘি ও নারকেল তেল মিশিয়ে রাখুন। এরপর ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে এই মিশ্রণটি ভালোভাবে মাখুন। নিয়মিত এই টোটকা পালন করলে পরে ফাটার ফোটে সমস্যা উধাও হবে এক নিমেষে।
৩) কাঠবাদামের তেল: ঠোঁট ফাটার জন্য ব্যবহার করতে পারেন কাঠ বাদামের তেল। কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন ই। যা ত্বকের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও রাতে ঘুমোতে যাওয়ার আগে এটি যদি পুরো মুখে মেখে শুতে পারেন তাহলেও ক্ষতি হবে না। পাশাপাশি ফাটা ঠোঁটের সমস্যা উধব হবে।
৪) অ্যালোভেরা জেল: কেটে যাওয়া বা যে কোন আঘাতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেল। স্পর্শকাতর ত্বকের জন্য ভীষণ উপকারী এটি। টক চর্চা বিশেষজ্ঞরা বলছেন, একইভাবে ফাটাফট ছাড়াতে অ্যালোভেরা জেল দারুন ভাবে কাজ করে (Skin Care)।













