বাংলা হান্ট ডেস্ক: চলছে পুজোর মরশুম। আর পুজোর সময় যদি মুখে লালচে ধরনের গোটা ওঠে, তাহলে সাজের পুরো বারোটা বেজে যায়। এছাড়াও পুজোর সময় ত্বক উজ্জ্বল না থাকলে সাজগোজ ঠিক মানায় না। তাছাড়া পুজোয় ত্বককে উজ্জ্বল করতে অনেকেই পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় পার করে আসেন। কিন্তু আপনারা জানেন কি ঘরোয়া এমন কিছু উপকরণ আছে যা দিয়ে আপনি বাড়িতে পেতে পারেন উজ্জ্বল দাগহীন ত্বক (Skin Care)।
পুজোয় ত্বকের যত্নে ঘরোয়া উপায়েই মিলবে সমাধান (Skin Care)
ইতিমধ্যে প্যান্ডেল শপিং শুরু করে দিয়েছে সকলে। পাশাপাশি এই পুজোর সময় নিজেকে সুন্দর দেখানো ম্যান্ডেটারি। এই সময় সুন্দর দেখানোর জন্য অনেকে কমবেশি কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করেন। এর ফলে সাময়িকভাবে আপনার ত্বক উজ্জ্বল হলেও। পরে আপনার ত্বকে আরো নানান ধরনের সমস্যা দেখা যায়। তাই পার্লার অথবা দোকান থেকে কিনে নিয়ে আসা কেমিক্যাল প্রোডাক্ট গুলি ব্যবহার করে ব্যবহার করুন ঘরোয়া কিছু উপকরণ। যা দিয়ে আপনি পাবেন উজ্জ্বল দাগহীন ত্বক (Skin Care)।
আরও পড়ুন: হৃদযন্ত্র ভাল রাখতে ডার্ক চকোলেট, হার্টের রোগীদের জন্য আশীর্বাদ নাকি বিপদ?
হলুদের ফেসপ্যাক: হলুদ ত্বকের জন্য ভীষণ উপকারী। এর মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি। যা ত্বকের দাঁত চোখ তুলতে সাহায্য করে। আপনি যদি সপ্তাহে দুদিন করে হলুদের ফেসপ্যাক লাগাতে পারেন তাহলে আপনার মুখের ত্বক একদিকে যেমন নরম হবে। পাশাপাশি মুখে থাকা সমস্ত দাগ ছোপ দূর হবে।
নারকেল তেল: নারকেল তেল শুধুমাত্র যে চুলের জন্য উপকারী তা কিন্তু নয়। চুলের পাশাপাশি আপনি এদিকে ত্বকে ব্যবহার করতে পারেন। এমনকি নারকেল তেল দিয়ে সুন্দরভাবে মেকআপ রিমুভ করা যায়। এছাড়াও আপনি যদি এক চামচ নারকেল তেলের মধ্যে মধু মিশিয়ে একটি প্যাক বানিয়ে মুখে মাখতে পারেন। তাহলে আপনার ত্বকের জেল্লা খুব তাড়াতাড়ি ফিরবে।
নিমের ফেসপ্যাক: নিমকে প্রধানত অ্যান্টি বায়োটিক হিসাবে ধরা হয়। এছাড়াও নিমের মধ্যে রয়েছে প্রদাহনাশক উপাদান। যার কারণবশত এটি ব্যাকটেরিয়া সংক্রমণ রোধ করতে পারে। সপ্তাহে আপনি যদি একদিন করে এক চামচ নিম গুঁড়ো গোলাপ জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে লাগাতে পারেন। তাহলে আপনার মুখে দাগ ছোপের পরিমাণ কমে আসবে।