পুজোর আগের ৭ দিনে ত্বকের জেলা বাড়াতে চান, ব্যবহার করুন ঘরোয়া এই উপকরণটি, তারপর দেখুন ম্যাজিক

Published on:

Published on:

Skin Care if you want to increase skin radiance in the 7 days before Puja use this home remedy

বাংলা হান্ট ডেস্ক: আর মাত্র ৩০ দিন। তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপুজো উপলক্ষে এখন থেকেই অনেকেই পার্লারে যাওয়া শুরু করেছে‌ (Skin Care)। তবে আপনার হাতে সময় নেই পার্লারে যাওয়ার সময় নেই। তাহলে আপনি কি করবেন ভাবছেন তো? চিন্তার কিছু নেই। আপনি বাড়িতে থাকা একটা উপকরণ দিয়ে পেতে পারেন উজ্জ্বল ত্বক।

পুজোর আগে উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন ঘরোয়া এই উপকরণটি (Skin Care)

পুজোর আগে টানটান উজ্জ্বল ত্বক পেতে গেলে আর ব্যবহার করতে হবে না কেমিক্যাল প্রোডাক্ট। অথবা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হবে না বিউটি পার্লারে। আপনি যদি বাড়িতে থাকাই সামান্য একটি উপকরণ এখন থেকে ব্যবহার করতে শুরু করেন। তাহলে পুজোর আগেই পাবেন উজ্জ্বল ত্বক (Skin Care)।

উজ্জ্বল ত্বক (Glowing skin) পাওয়ার জন্য ব্যবহার করুন ডিম (Egg)। ডিমের কুসুমের মধ্যে দু ফোটা টি ট্রি অয়েল মিশিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি ভালোভাবে ত্বকে মাখুন। এরপর মুখে ওই মিশ্রণটি শুকিয়ে গেলে হালকা হাতে ম্যাসাজ করুন। এরপর কুড়ি মিনিট রেখে, নরমাল জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুদিন ব্যবহার করলে এক সপ্তাহে ফল পাবেন আপনি।

Skin Care if you want to increase skin radiance in the 7 days before Puja use this home remedy

আরও পড়ুন: উপকরণ চাই সামান্য,সিদ্ধিদাতার প্রিয় দুটি মিষ্টি বাড়িতেই বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে

এছাড়াও, ডিম (Egg) একদিকে যেমন কালো দাগ তুলতে সাহায্য করে। তেমনি ত্বকের জন্য উপকারী। ডিম ত্বকের কালো দাগ সব তাড়াতে সাহায্য করে। এরজন্য ডিমের সাদা অংশে ১ টেবিল চামচ চিনি, ১ টি ভিটামিন-ই ক্যাপসু ফাটিয়ে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি একটু ঘন করে তৈরি করুন। তার পর মুখে মাখুন। তার পর ধুয়ে ফেলুন। এতে ত্বক উজ্জ্বল হবে।

পাশাপাশি ত্বকের জেলা (Skin Glowing) ফেরাতে সাহায্য করে ডিম। ডিমের সাদা অংশ একটু পাত্রে তুলে রাখুন। এরপর তাতে এক চামচ লেবুর রস ও এক চামচ নারকেল তেল ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি 15 মিনিট এর জন্য মুখে লাগান। এরপর নরমাল জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুদিন করে করলে ১৫ দিনে ত্বকের জেল্লা ফিরে আসবে।