বাংলা হান্ট ডেস্ক: শীতকাল পড়তে না পড়তে ইতিমধ্যে হাত-পা শুষ্ক ও রুক্ষ হতে শুরু করে দিয়েছে। পাশাপাশি ত্বক হারাচ্ছে জেল্লা। এবার ত্বকের জেলা ফিরিয়ে আনতে আপনি ব্যবহার করছেন নানান ধরনের রাসায়নিক প্রোডাক্ট (Skin Care)। তবে এই বিষয়ে রূপচর্চা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পকেটের টাকা বেশি খরচ না করে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনি শীতে আপনার ত্বকের পরিচর্যা করতে পারবেন।
শীতে ত্বকের জেল্লা ফেরাতে ৩ উপকরণ দিয়ে বানান ঘরোয়া স্ক্রাব (Skin Care)
এই শীতকালে, মুখের এবং হাত ও পায়ের যত্ন নেওয়ার জন্য স্ক্রাব, সিরাম অথবা ক্রিমের কমতি থাকে না। তবে বাজার থেকে কিনে নিয়ে আসা এই সকল প্রোডাক্ট গুলি সাময়িকভাবে আপনাকে সাহায্য করলেও পরে আবার নিষ্প্রাণ ফিরে আসে। তাই রূপচর্চে বিশেষজ্ঞরা বলেন, বাজারে চলতে জিনিসের বদলে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আপনি শীতকালে বানিয়ে ফেলতে পারেন ঘরোয়া স্ক্রাব। আর এটি সপ্তাহে দু-তিন দিন ব্যবহার করলে ঠান্ডার সময়ও আপনার হাত-পা থাকবে নরম পাশাপাশি ফিরে আসবে ত্বকের জেল্লা (Skin Care)।

আরও পড়ুন: বাচ্চা নিয়ে ট্রেনে ভ্রমণ করবেন? টিকিট বুকিংয়ের আগে মাথায় রাখুন এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো
উপকরণ:
দানাযুক্ত স্ক্রাব ত্বক থেকে মৃত কোষ ঝরিয়ে ফেলতে সাহায্য করে।
মরা কোষ ঝরে গেলে ত্বক উজ্জ্বল হয়।
কালচে ভাবও দূর হয়ে যায়।
কী ভাবে বানাবেন?
প্রথমে ২ টেবিল চামচ পাতিলেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন ১ টেবিল চামচ সাদা বা ব্রাউন সুগার, ১ টেবিল চামচ অলিভ অয়েল, কাঠবাদামের তেল বা নারকেল তেল নিন। এরপর তাতে চিনি পাতিলেবুর রসে ভিজিয়ে রাখুন ৩-৪ মিনিট। এরপর হালকা গলে গেলে এর মধ্যে তেল যোগ করুন। তারপর ওই মিশ্রনটি কনুই, হাঁটু, গোড়ালির মতো জায়গায় আলতো চাপ দিয়ে ঘষে নিন। চাইলে এই ঘরোয়া স্ক্রাবটি সারা শরীরেই মাখতে পারেন। এবার হাতের আঙুল, পায়ের আঙুলেও স্ক্রাব ঘষে খুব ভাল করে হাত-পা পরিষ্কার রাখা যায়। তাতেই দেখবেন আপনার গায়ে থাকা মরা চামড়া গুলি বেরিয়ে গিয়েছে। পাশাপাশি আপনার টক নরম ও উজ্জ্বল হয়ে উঠেছে (Skin Care)।












