বাংলা হান্ট ডেস্ক: স্ট্রবেরি স্কিন বা স্ট্রবেরি ত্বকের সমস্যা নতুন কিছু নয়। এই সমস্যায় দীর্ঘদিন ধরে বহু মানুষ ভুগছেন। পাশাপাশি টক এই ধরনের সমস্যা দেখা দিলে অনেকে নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহারও করছেন (Skin Care)।
তবে বিশেষজ্ঞদের মতে স্ট্রবেরি স্কিনের সমস্যা দেখা গেলে কেমিক্যাল প্রোডাক্ট কম ব্যবহার করতে হয়। এবার আপনি ভাবতেই পারেন কিভাবে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারবেন। আজকের প্রতিবেদনে এই বিষয়ে জানানো হল।
স্ট্রবেরি স্কিন সমস্যায় ভুগছেন লাখ লাখ মানুষ, জানুন প্রতিকার (Skin Care)
স্ট্রবেরি স্কিন সমস্যায় বহু মানুষ নাকানি চুবানি খায়। এরফলে নানান ধরনের প্রোডাক্ট ব্যবহার করেন আপনি। কিন্তু আশানুরূপ ফল কোনোভাবেই পান না। এই ধরনের সমস্যায় যদি আপনি ভোগেন তাহলে কিছু বিষয় মাথায় রাখা প্রয়োজন।
আরও পড়ুন: ভ্রমণ পিপাসুদের জন্য নতুন ডেস্টিনেশন মানালির এই ৩ টি গ্ৰাম, একবার গেলে মনে থাকবে সারাজীবন
বিশেষজ্ঞদের মতে স্ট্রবেরি স্কিন সমস্যা (Straberry Skin Problem) হলে রেজার ব্যবহার না করার পর ভালো। অথবা যদি রেজার ব্যবহার করেন তাহলে আগে এবং পরে ময়শ্চারাইজার অবশ্যই ব্যবহার করা উচিত। তাছাড়াও, স্ট্রবেরি স্ক্রিনে সমস্যা থাকলে নিয়মিত স্ক্রাবিং করা প্রয়োজন।
কারণ, স্ট্রবেরি স্ক্রিনে মূলত ওপেন পোরস বা রোমকূপ এর উন্মুক্ত হয়ে গেলে এই ধরনের সমস্যা দেখা দেয়। যা অতিরিক্ত ঘাম ও দেহের অতিরিক্ত তেল বেরিয়ে গেলে তাতেই সব স্ট্রবেরি স্ক্রিনে সমস্যা দেখা যায়। এর থেকে উপকার পাওয়ার জন্য আপনি অ্যাপেল সিডার ভিনেগার অল্প জলে মিশিয়ে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন। অথবা নারকেল তেলের মধ্যে অলিভ অয়েল ও সামান্য টি ট্রি ওয়েল মিশিয়ে ত্বকে ব্যবহার করলে এই সমস্যা থেকে সমাধান পাওয়া সম্ভব হয়।