দই মাখলেই মিলবে উজ্জ্বলতা! পুজোর আগে দামী স্কিনকেয়ারের দরকার নেই

Published on:

Published on:

Skin Care no need to spend extra yogurt will restore your skin's glow before Puja

বাংলা হান্ট ডেস্ক: পুজো আসতে আর ১৯ দিন বাকি। ইতিমধ্যে অনেকেই পুজোর শপিং শুরু করে দিয়েছে। এর পাশাপাশি অনেকে আবার ঘন্টার পর ঘন্টা পার্লারে গিয়ে সময় কাটাচ্ছেন (Skin Care)। কারণ পুজোর সময় সারাদিন প্যান্ডেল হপিং, প্রচুর খাওয়া দাওয়া সেইসঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ার পোস্ট করা ম্যানডেটরি।

কিন্তু সারাদিনের কাজের চাপ, ক্লান্তি ও দূষণের প্রভাবে পুজোর আগে মুখের উজ্জ্বলতা হারিয়ে গিয়েছে। এবার সেই উজ্জ্বলতাকে ফিরে পেতে আপনি হয়তো ব্যবহার করছেন নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট। তবে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করে ঘরের একটি উপকরণ দিয়ে আপনি পেতে পারেন পার্লারের মতন উজ্জ্বলতক। কিভাবে ত্বকের (Skin) হারানো জেল্লা ফিরে পাবেন জানুন সবটা।

খরচ না করেই পুজোর আগে ত্বক ঝলমল করতে দই-ই যথেষ্ট (Skin Care)

পুজোর সময় সকলে নিজেকে সুন্দর দেখাতে চায়। এই সুন্দর দেখানোর চক্করে আপনি ব্যবহার করেন নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট। যেগুলো আপনাকে সাময়িকভাবে উজ্জ্বল ত্বক দিলেও পরে আপনার ত্বকে দেখা যায় নানান ধরনের সমস্যা। এবার সেই সমস্যার সম্মুখীন হতে না চাইলে ব্যবহার করুন ‘দই’ (Curd)। কারণ, এই দই পারবে আপনার হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে (Skin Care)।

Skin Care no need to spend extra yogurt will restore your skin's glow before Puja

আরও পড়ুন: চিজি স্বাদের ছোঁয়ায় সন্ধ্যা কাটুক জমজমাট, এই ৬ ইজি স্ন্যাকস বানিয়ে তাক লাগিয়ে দিন সকলকে

কী ভাবে ব্যবহার করবেন?

মুখে লাগানোর আগে দই অন্তত ২০ মিনিট ফ্রিজে রেখে দিন। তারপর মুখ না ধুয়ে বা ভিজিয়ে সরাসরি দই লাগান। তারপর হালকা হাতে ম্যাসাজ করুন। আঙ্গুল দিয়ে মুখের সব অংশে অন্তত ১০ মিনিট ধরে ম্যাসাজ করুন। এরপর কিছুক্ষণ ওই অবস্থায় মুখটি রেখে দিন।

তারপর পরিষ্কার জল দিয়ে মুক্তি ধুয়ে ফেলুন। এরপর দুই ঘন্টা কোন ফেসওয়াস বা স্কিন কেয়ারের কোন প্রোডাক্ট মাখবেন না। এইভাবে টানা সাত দিন ব্যবহার করলে হাতেনাতে আপনি ফল পাবেন (Skin Care)।