বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসের শেষে পুজো। পুজো আসার আগে বা পুজোর সময় যদি মুখে উজ্জ্বলতা না থাকে তাহলে সাজ ঠিক জমে না (Skin Care)। এছাড়াও পুজোর সময় উজ্জ্বল ত্বক পেতে গেলে আপনি নানান ধরনের কেমিকাল প্রোডাক্ট ব্যবহার করছেন। তবে এই কেমিক্যাল প্রোডাক্ট ত্বকের জন্য ক্ষতিকারক। কিন্তু উৎসবের মরশুমে উজ্জ্বল ত্বক পেতে গেলে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা। তবে জানেন কি অ্যালোভেরার মধ্যে দু ফোঁটা ভিটামিন ই মেশালে আপনি পেতে পারেন উজ্জ্বল ত্বক। তবে এটি ব্যবহারের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে যা আজকের প্রতিবেদনে বলা হল।
রাসায়নিক নয়, অ্যালোভেরা জেলের ছোঁয়ায় ফিরবে প্রাকৃতিক সৌন্দর্য (Skin Care)
উৎসবের মরশুমে সকলেই আমরা উজ্জ্বল ত্বক পেতে চাই। আর এই উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করি। তাতে সাময়িকভাবে উপকার পেলেও ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়। তাই বাইরের কেমিক্যাল প্রডাক্ট ব্যবহার না করে ব্যবহার করতে পারেন অ্যালোভেরা (Skin Care)।
আরও পড়ুন: Jio-Airtel-Vi-র উড়ল ঘুম! প্রতিদিন ২ জিবি ডেটার দুর্ধর্ষ প্ল্যান নিয়ে এল BSNL, দাম মাত্র এত টাকা
আপনি অ্যালোভেরা জেল এর মধ্যে দু ফোটা ভিটামিন ই মেশালে ত্বকের জেলা ফিরিয়ে আনতে পারবেন। এর জন্য আপনাকে অ্যালোভেরা জেল এর মধ্যে এক চামচ গ্লিসারিন ও দুটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এরপর সেটি ভালোভাবে মুখে মেখে ভালো করে মাসাজ করুন। এই প্যাক লাগানোর আগে ফেসওয়াশ দিয়ে ভালোভাবে মুখটি ধুয়ে নেবেন। পাশাপাশি প্রতিদিন রাতে শোয়ার আগে এই মিশ্রণটি লাগালে আপনি উজ্জ্বলতক পাবেন।
অ্যালোভেরা সঙ্গে যদি গোলাপজল ভালোভাবে মিশিয়ে মুখে মাখতে পারেন। তাহলেও আপনি কয়েক সপ্তাহের মধ্যে উজ্জ্বল ত্বক ফিরে পেতে পারেন। এছাড়াও, অ্য়ালোভেরা জেলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে মুখে ভালো করে মাসাজ করুন। কিছক্ষণ রেখে দিন। তার পর উষ্ণ জলে একটা তোয়ালে ভিজিয়ে নিয়ে মুখ মুছে নিন। কোথাও বের হওয়ার আগে এটা করতে পারেন। দেখবেন পাঁচমিনিটেই ত্বক ঝকঝকে হয়ে উঠবে।