খরচ ও সময় লাগবে কম! ত্বক ও পায়ের যত্ন নিন বাড়িতে থাকা এই উপকরণ দিয়ে, ঘরোয়া টোটকা দিলেন রশ্মিকা মান্দানা

Published on:

Published on:

Skin Care Rashmika Mandanna reveals benifits of epsom salts for foot care

বাংলা হান্ট ডেস্ক: পরিমাণ মতো নুন যেমন খাবারের স্বাদ বাড়িয়ে তোলে। তেমনি নুন দিয়ে সম্ভব হয় রূপচর্চা (Skin Care)। আপনি জানলে অবাক হবেন সৈন্ধব লবন রূপচর্চার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। কারণ এই লবনের মধ্যে রয়েছে নানান ধরনের খনিজ পদার্থ। যার ফলে এই লবণ ব্যবহার করলে ত্বকের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে, পায়ের যত্ন নেওয়া সম্ভব। সম্প্রতি রশ্মিকা মান্দানা (Rashmika Mandanna) এই কথা বলেছেন। হাজার ব্যস্ততার মাঝেও নায়িকা নিজের যত্ন নিতে ব্যবহার করেন সৈন্ধব লবন (Epsom salt)

Skin Care Rashmika Mandanna reveals benifits of epsom salts for foot care

আরও পড়ুন: এ যেন এক টুকরো স্বর্গ! যেখানে রাতে জ্বলজ্বল করে মাউন্ট নারসিং, ঘুরে আসুন পেলিংয়ের অজানা গ্ৰাম থেকে

এক চিমটে সৈন্ধব লবনেই ফিরে আসবে পায়ের লাবণ্য (Skin Care)

সম্প্রতি এক সাক্ষাৎকারে রশ্মিকা (Rashmika Mandanna) নিজেই জানান, কাজের ব্যস্ততার মাঝেও চুল, ত্বকের যত্ন (Skin Care) নেওয়ার সঙ্গে সঙ্গে পায়ের যত্ন নিতে তিনি ভোলেন না। পাশাপাশি তিনি জানান পায়ের যত্ন নিতে সৈন্ধব লবন ব্যবহার করেন। যার ফলে তার পা নরম ও সুন্দর থাকে। এছাড়াও এক্সপ্রেস কমাতে ও পায়ের আরাম পেতে সৈন্ধব লবন দারুন কাজ করে বলে জানান অভিনেত্রী।

অভিনেত্রী জানান, গরম জলের মধ্যে সৈন্ধব লবন (Epsom salt) মিশিয়ে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখেন। আরে ছোট্ট টোটকায় তার পা একদম সুন্দর করে রাখে। সব থেকে মজার বিষয় হলো, এই টোটকায় গোড়ালি ফাটা বন্ধ হয়ে যায়। পাশাপাশি বাজারে এই লবণে দাম মাত্র ৫০-১০০ টাকা।

সৈন্ধব লবন জলে পা ডোবালে কী কী উপকারীতা পাওয়া যায়? 

১) ত্বকে (Skin) পিএইচের মাত্রা বজায় রাখতেও সাহায্য করে নুন জল। এই মাত্রা ঠিক থাকলে ত্বক ঝকঝকে, কোমল হবে।

২) এটি পা’কে ছত্রাক সংক্রমণের হাত থেকে রক্ষা করে। আবার যদি পায়ে কাদা জল লেগে ছত্রাক সংক্রমণ হয় , সে ক্ষেত্রেও পায়ের ঘা ও সংক্রমণ দূর করতে সাহায্য করে।

৩) নুনের দানা (Salt) ত্বকের মৃত কোষ সরাতে সাহায্য করে। এটি অত্যন্ত ভাল প্রাকৃতিক স্ক্রাব। মৃত কোষ সরলেই ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে।

৪) দিনের শেষে ২০-৩০ মিনিট সৈন্ধব লবণে (Epsom salt) পা ডোবালে আরাম মেলে। মানসিক চাপ কমে। বর্ষায় এই টোটকা পায়ের জন্য আরও উপকারী।