শীতের আগেই ঠোঁটের যত্নে নিন সময়ে, ফাটা ও শুষ্ক ঠোঁটের সমস্যা এড়াতে সহজ টিপস

Published on:

Published on:

Skin Care reduce the risk of chapped lips before winter know how to take care of them

বাংলা হান্ট ডেস্ক: আসছে শীতকাল। এই সময় শরীর শুষ্ক হওয়াটা খুবই স্বাভাবিক। শরীর শুষ্ক হওয়ার সাথে সাথে শুষ্কতা দেখা দেয় ত্বকে (Skin Care)। কারণ এখন স্নান সেরে এসে গায়ে তেল বা ময়েশ্চারাইজার না মাখলে পরে ত্বক টানতে থাকে। কিন্তু সেই সময় আমরা ত্বকের যত্ন নিলেও আলাদাভাবে ঠোঁটের যত্ন আমরা নেই না। মুখে মাখতে মাখতে খানিকটা ক্রিম বেঁচে গেলে অনেকে আবার সেটি ঠোঁটে লাগিয়ে নেন। কিন্তু এইভাবে ঠোঁটের পরিচর্যা করলে শীতকালে ঠোঁট নরম কিংবা কোমল থাকবে না। তাই বিউটিশিয়ানরা বলছেন, আপনি হাতের কাছে যতই দামি প্রসাধনে রাখুন না কেন। প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে আপনি ঠোঁটের যত্ন নিতে পারবেন। জানুন সেগুলোর বিষয়ে বিস্তারিত।

ঠোঁট ফাটা এড়াতে শীতের আগেই মেনে চলুন এই যত্নের নিয়ম (Skin Care)

ত্বকের মতো ঠোঁটার মধ্যেও মৃত কোষ জমে। এটি দূর করতে না পারলে ঠোঁটের নিজস্ব গোলাপি ভাব ফিরে আসবে না (Skin care)। তার জন্য বাড়িতে একটি এক্সপ্লিয়েটার বানিয়ে রাখতে পারেন।

Skin Care reduce the risk of chapped lips before winter know how to take care of them

আরও পড়ুন: আবারও ব্যাহত মেট্রো পরিষেবা! ব্লু লাইনে বিপত্তিতে দমদম-ময়দান রুটে ভাঙা পথে ট্রেন চলাচল

এটি বানাতে লাগবে চিনির গুঁড়ো, মধু বা নারকেল তেল মিশিয়ে ঠোঁটে খানিকক্ষন ঘষতে থাকুন। তারপর কিছুক্ষণ রেখে গরম জল দিয়ে সেটিকে ধুয়ে ফেলুন। দেখবেন আপনার মরা কোষগুলি উঠে যাবে (Skin Care)।

এছাড়াও আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে তার সাথে সাথে ঠোঁট বারবার জিভে বোলানোর অভ্যাস ত্যাগ করতে হবে। কারণ শুকনো ঠোঁটে বারংবার জিভ লাগলে পরে ঠোঁট ফাটার প্রবনতা বেড়ে যায়‌। এছাড়া আপনি এই সময় শিয়া বাটার, আমন্ড অয়েল ষ পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন।

পাশাপাশি রাতে ঘুমোতে যাওয়ার আগে গোলাপ জল ও মধু মিশিয়ে ঠোঁটে মাখন। এতে ঠোঁটে ত্বক থাকবে। ও ঠোঁটে গোলাপি ভাব আনতে সাহায্য করবে। এছাড়াও ঠোঁটে যাতে বেশি রোদ না লাগে এর জন্য সানস্ক্রিনযুক্ত লিপ বাম ব্যবহার করুন (Skin Care)।