বাংলা হান্ট ডেস্ক: মুখে সৌন্দর্য সবসময় বজায় রাখতে হবে। তাহলেই দেখতে ভালো লাগবে। তবে মুশকিল হয় কিছু কিছু সময় মানুষের মুখে বেশ কিছু ডার্ক স্পট দেখা দেয়। যার ফলে মুখের সৌন্দর্য বিগড়ে যায়। এবার এই সমস্যা যদি আপনার থেকে থাকে তাহলে আপনি হয়তো বাইরে থেকে কিনে নিয়ে আসা রাসায়নিক প্রোডাক্ট ব্যবহার করবেন (Skin Care)। কিন্তু তাতে বিপদ আরও বাড়তে পারে। তার থেকে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনি এই সমস্যার সমাধান করতে পারেন। কি সেই উপকরণগুলো তা আজকের প্রতিবেদনে জানানো হল।
মুখের দাগ-ছোপ মুছে ফেলুন সহজ ৫ টোটকায় (Skin Care)
১) হলুদ: হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন। যেটি প্রদাহ নাশক হিসাবে কাজ করে। পাশাপাশি এর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া আপনি যদি হলুদ মুখে মাখেন তাহলে আপনার কালকের দাগগুলি মিলিয়ে যাবে। পাশাপাশি ত্বকের জেল্লা ফিরে আসবে (Skin Care)।

আরও পড়ুন: ঘরে বানান রেস্টুরেন্টের মতো পনিরের এই পদ, একবার খেলেই সবাই জানতে চাইবে রেসিপিটি
২) পেঁপে: পেঁপের মধ্যে রয়েছে প্যাপাইন নামক এক উৎসেচক। এই উৎসেচকটি ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এর ফলে ত্বকের মধ্যে মরে থাকা চামড়া গুলি পড়ে যায়। ত্বক উজ্জ্বল দেখায়।
৩) টম্যাটো: টমেটোর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। যা ত্বকের কালো দাগ মেটাতে সাহায্য করে। পাশাপাশি এটি ট্যান তুলতে পারে। তাই এটি আপনি ব্যবহার করতে পারেন।
৪) আলু: যেখানে কালো দাগ রয়েছে, সেখানে সেখানে কাঁচা আলু লাগান। তাতেই দেখবেন দাগ মিলিয়ে যাবে। আসলে আলুতে রয়েছে ক্যাটেকোলাজ নামক এনজাইম। আর এই উৎসেচক দাগ তুলতে করবে সাহায্য।
৫) কমলালেবুর খোসা: দাগছোপ দূর করতে এবং ত্বকের জেল্লা ফেরাতে কমলালেবুর খোসাও ব্যবহার করতে পারেন। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে নিন। তারপর পাউডারের সঙ্গে হলুদ গুঁড়ো ও গোলাপ জল (Rose Water) মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। এতে উপকার পাবেন (Skin Care)।













