বাংলা হান্ট ডেস্ক: পুজোর আগে সকলে নিজেকে সুন্দর দেখানোর জন্য নানান রকমের পন্থা অবলম্বন করে। কিন্তু এই পন্থা অবলম্বন করতে গিয়ে ব্যবহার করা হয় নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট। এই কেমিক্যাল প্রোডাক্টগুলি ব্যবহার করার ফলে সাময়িকভাবে উজ্জ্বলত পাওয়া গেলেও। পরে ত্বকে নানান ধরনের সমস্যা দেখা যায়। তবে কেমিকাল প্রোডাক্ট ব্যবহার না করে আপনি ব্যবহার করতে পারেন খেজুর। এর ফলে আপনার ত্বক যেমন উজ্জ্বল হবে তেমনি দাগ হীন হবে।
পুজোর আগে স্কিন কেয়ার রুটিনে খেজুর মেশান, পাবেন দাগহীন ও মসৃণ ত্বক (Skin Care)
ত্বকের মৃতকোষ দূর করতে ক্রিম ব্যবহার করেন অনেকেই। তবে প্রসাধনী ব্যবহার করে ত্বকের আরও ক্ষতি । তার চেয়ে ঘরোয়া উপাদানের সাহায্যে ত্বকের মৃতকোষ তাড়াতে পারেন। কোন ঘরোয়া উপাদানগুলি ব্যবহার করে ত্বকের মৃতকোষ দূর করতে পারেন। তার উপর সামনেই আসন্ন পুজো। পুজো উপলক্ষে ইতিমধ্যে পার্লারে ভিড় জমতে শুরু হয়ে গিয়েছে।
কারন পুজোর সময় সাজগোজ সুন্দরভাবে করতে হবে। তবে পার্লারে ফেসিয়াল করলে সেখানে নানান ধরনের কেমিকাল প্রোডাক্ট ব্যবহার করা হয়। কিন্তু আপনি চাইলে বাড়িতে খেজুর দিয়ে পার্লারের মতন ফেসিয়াল করতে পারবেন তাও আবার কেমিক্যাল ছাড়া। কী ভাবে করবেন জানুন।
আরও পড়ুন: জমে যাবে পুজোর পেটপুজো! সহজেই বানিয়ে ফেলুন চিংড়ির এই পদ, ভুলতে পারবেন না স্বাদ
রূপচর্চায় কেন খেজুর উপকারী?
ত্বকের উপর মৃত কোষ জমে মুখের জেল্লা কমে যায়। মৃত কোষ দূর করতে তাই দরকার এক্সফোলিয়েশন। সেক্ষেত্রে বানিয়ে ফেলতে পারেন স্ক্রাব । শুকনো খেজুর (Dates) সারা রাত দুধে ভিজিয়ে বীজ ফেলে বেটে নিন। তারপর এটি মুখে (Face)ব্যবহার করুন। এরপর মুখে কিছুক্ষণ মিশ্রণটি হালকা হাতে ঘষে তারপরে ধুয়ে ফেলুন।
অথবা বানিয়ে ফেলতে পারেন খেজুর দিয়ে হেয়ার প্যাক।ত্বকের পাশাপাশি চুলের যত্ন নিতে পারে খেজুর। এর জন্য ১০-১২টি খেজুর দুগ্লাস জলে ফুটিয়ে নিন। এরপর তার মধ্যে টক দই দিয়ে ভালোভাবে একটি পেস্ট তৈরি করুন। তারপর পরিষ্কার চুলে এই মিশ্রণটি লাগান। দেখবেন আপনার চুল নরম হয়ে গেছে (Skin Care)।