বাংলা হান্ট ডেস্ক: চলছে বর্ষাকাল। বাইরে বেরলে হয় বৃষ্টি নয়তো ঘামে ভেজা দশা। এর ফলে ত্বক ও চুলের দফারফা (Skin Care)। তবে বর্ষাকালে চুল পড়ার সমস্যা যেমন দেখা যায়। তেমনি ত্বকের নানান ধরনের সমস্যা দেখা যায়। এই সমস্যা সমাধানের জন্য নানান ধরনের প্রডাক্ট ব্যবহার করা হয়।তবে আশানুরূপ ফল পাওয়া যায় না। কিন্তু আপনি জানলে অবাক হবেন বাড়িতে থাকা এই উপকরণ গুলো দিয়ে আপনি বর্ষাকালে আপনার ত্বকের সমস্যা (Skin Care) সমাধানে করতে পারবেন।
ত্বকের জেল্লা ফেরানোর ঘরোয়া উপায় (Skin Care)
এই রোদ তো ক্ষনিকের মধ্যে বৃষ্টি। তবে গরম কমার নাম নেই। তার উপর বৃষ্টি ভিজে ত্বকের অবস্থা একেবারে যাচ্ছেতাই হয়ে গেছে। আর এই সমস্যা থেকে সমাধান পেতে ব্যবহার করছেন নানান ধরনের প্রডাক্ট। কিন্তু আশানুরূপ ফল পাওয়া যায় না। কিন্তু জানলে অবাক হবেন বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে ত্বকের (Skin) জেল্লা নিমেষেই ফিরে পাবেন। ত্বকের জেল্লা (Skin Care) ফেরাতে কোনও নামী দামি ব্র্যান্ডের প্রসাধনী নয়, বরং মা-ঠাকুরমাদের পুরনো টোটকাতেই ভরসা রাখতে পারেন আপনি।
আরও পড়ুন: আজ থেকে ফের ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে, চলবে আগামী সোমবার পর্যন্ত: আবহাওয়ার খবর
১) দুধের স্বর ত্বকের জন্য ভীষন উপকারী। ত্বকে যদি কালচে ছোট থাকে তাহলে দুধের স্বর ব্যবহার করতে পারেন।
২) ত্বকের পরিচর্যা করার ক্ষেত্রে গোলাপ জলের ভূমিকা অন্যতম। গ্লিসারিনের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ত্বকে লাগালে তা ত্বকের আর্দ্রতা ধরে রাখে। মুখের উন্মুক্ত রন্ধ্রগুলিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করে।
৩) চাল শুধু ত্বকের উজ্জ্বলতা বাড়ায় না বরং ত্বক সম্পর্কিত অনেক সমস্যা দূর করতেও এটি কার্যকর বলে প্রমাণিত।
৪) বেসন আর মুসুর ডাল বাটা ছোটবেলায় হয়তো অনেকেই মেখেছেন। এই দুই উপাদানই প্রাকৃতিক ক্লিনজ়ার হিসেবে বেশ কার্যকরী।