বাংলা হান্ট ডেস্ক: জ্বালাপোড়া রোদ থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা সানস্ক্রিন। বর্তমানে যা গরম পড়ে, তাতে সারাবছরই সানস্ক্রিন মেখে না বেরিয়ে উপায় নেই। কিন্তু অনেকের এই সানস্ক্রিন সহ্য হয় না। সানস্ক্রিন মাখলেই হয় নানান ধরনের স্ক্রিনে এলার্জি। এর থেকে মুক্তি পেতে বহু মানুষ বহু কিছু করে (Skin Care)। তাহলে উপায় কি? চিন্তা করার কিছু নেই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে খুব সহজে কিভাবে তৈরি করতে পারবেন সানস্ক্রিন।
বাড়িতেই সহজে অল্প উপকরন দিয়ে বানিয়ে ফেলুন সানস্ক্রিন (Skin Care)
রোদে ত্বক লালচে হয়ে যায়। তার থেকে রক্ষা পেতে আমরা সকলে ব্যবহার করি সানস্ক্রিন। কিন্তু এই সানস্ক্রিন থেকেই যদি এলার্জি হয় তাহলে কি করবেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এই সমস্যার সমাধানের কথা। বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ‘হোম মেড সানস্ক্রিন’ (Home Made Sunscreen)।
উপকরণ:
নারকেল তেল: ৪ কাপ
শিয়া বাটার: ৩ কাপ
তিল তেল বা জোজোবা অয়েল: ২ টেবিল চামচ
প্রাকৃতিক মোম: ১ চামচ
ক্যারট সিড অয়েল: পরিমাণ মতো
গোলাপ জল: পরিমান মতো
আরও পড়ুন: বর্ষাকালে খিচুড়ির সঙ্গে জমে যাবে জিভে জল আনা এই সব ভাজাভুজি, রইল রেসিপি
পদ্ধতি: প্রথমে নারকেল তেল, শিয়া বাটার ও মোম একসঙ্গে গলিয়ে নিন। যদিও মোম গলতে একটু বেশি সময় লাগবে। এবার সবকিছু গলে গেলে নামিয়ে নিন। এরপর জিনিসটি ঠান্ডা করুন। ঠান্ডা হলে এই মিশ্রণটিকে ১৫ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। তারপর ফ্রিজ থেকে বার করে হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিন। এরপর এতে জোজোবা অয়েল , এসেন্সিয়াল অয়েল দিয়ে দিন। তারপর সমস্ত মিশ্রণটিকে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিন। এরপরই আপনার হোমমেড সানস্ক্রিন তৈরি। আপনি চাইলে এটাকে ঠান্ডা করে কাচের বোতলে ভরে ফ্রিজে রাখতে পারেন।