মাত্র এক চামচ কফি পাউডারেই মিলবে উজ্জ্বলতা, রইল ঘরোয়া টোটকা

Published on:

Published on:

Skin Care use half a spoon of coffee to brighten your skin know this home remedy
Follow

বাংলা হান্ট ডেস্ক: সারাদিন কাজের পর ক্লান্তির থেকে মুখ কালচে দেখতে লাগে। আবার অনেক সময়, সারাদিন বাইরে কাজের জন্য থাকার ফলেও মুখের উজ্জ্বলতা চলে যায়। আর এই উজ্জ্বলতাকে ফিরিয়ে আনার জন্য আপনি নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করেন (Skin Care)। তবে সেই সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে আপনি কিছুক্ষণের জন্য উপকার পেলেও, আবার যেই কে সে কালচে ত্বক ফেরত আসে। কিন্তু আজকের প্রতিবেদনে জানানো হল ঘরোয়া এমন একটি উপকরণের বিষয়, যা দিয়ে আপনি আপনার ত্বকের কালচে ভাব সহজে মিটিয়ে ফেলতে পারবেন।

ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করুন হাফ চামচ কফি, জানুন ঘরোয়া টোটকা (Skin Care)

দই ও কফির প্যাক: ত্বকের কালো ভাব দূর করার জন্য ব্যবহার করতে পারেন দই ও কফির প্যাক (Skin Care)। দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড। যা দাগ দূর করতে সাহায্য করে। এই প্যাকটি বানানোর জন্য একটি পাত্রে এক চামচ কফি পাউডার ও দুই চামচ টক দই নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর সেটি মুখে ও ঘাড়ে মেখে রেখে দিন। এরপর ১৫ মিনিট বাদে নরমাল জল দিয়ে ধুয়ে ফেলুন।

Skin Care use half a spoon of coffee to brighten your skin know this home remedy

আরও পড়ুন: চিকেন কষার বদলে রেস্টুরেন্ট স্টাইলের মাশরুম মসালা বানান বাড়িতেই, রইল রেসিপি

নারকেল তেল ও কফি স্ক্রাব: নারকেল তেলের মধ্যে রয়েছে প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এর জন্য একটি বাটিতে হাফ চামচ নারকেল তেলের মধ্যে এক চা চামচ কফি পাউডার ভালোভাবে মিশিয়ে নিন। এরপর সেটি মুখের মধ্যে বৃত্তাকার গতিতে আলতো করে মাসাজ করুন। এরপর ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই স্ক্রাব ত্বকের রক্ত সঞ্চালনা বৃদ্ধি করতে সাহায্য করবে।

অ্যালোভেরা জেল ও কফি জেল মাস্ক: অ্যালোভেরা ত্বকের জন্য ভীষণ উপকারী। একটি পাত্রের মধ্যে অ্যালোভেরা ও কফি পাউডার ভালোভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এর সেটি ১৫ মিনিটের জন্য মুখে লাগিয়ে রাখুন। এই মাস্ক ব্যবহার করলে আপনার ত্বক নরম হবে।

গোলাপজল ও কফির মাস্ক: গোলাপজল ও কফির মাস্ক ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। পাশাপাশি ত্বকের হাইড্রেশন বাড়াতে সাহায্য করে। আর এই মাস্কটি তৈরি করার জন্য একটি পাত্র হাফ চামচ কফি পাউডার ও এক টেবিল চামচ গোলাপজল ভালোভাবে মিশিয়ে নিন। এরপর সেটি ১৫-২০ মিনিট মুখে ভালোকরে মেখে রেখে দিন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এতে দেখবেন আপনার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা বজায় থাকবে (Skin Care)।