বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যে পুজোর মরশুম শুরু হয়ে গেছে। এই পুজোর আবহে নিজেকে সুন্দর দেখাতে ঘন্টার পর ঘন্টা পার্লারে কাটাতে হয় (Skin Care)। তবে পার্লারে গিয়ে ত্বকের পরিচর্যা যতই করুন না কেন, সেখানে কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করা হয়। সেই প্রডাক্ট গুলো তাৎক্ষণিক ব্যবহার করলে হয়তো উজ্জ্বল ত্বক পান। কিন্তু এর থেকে ত্বকের নানান ধরনের সমস্যা দেখা যায়। তবে এই পুজোর মরশুমে উজ্জ্বল ত্বক পেতে আপনি ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু উপকরণ। যা দিয়ে পাবেন উজ্জ্বল ত্বক।
চেহারা সতেজ রাখতে ৩ টোটকা, ঠাকুর দর্শনের আগে ব্যবহার করুন (Skin Care)
পুজোর সময় সকলে নিজেকে সুন্দর দেখানোর জন্য নানান রকমের পন্থা অবলম্বন করে। কিন্তু এই পন্থা অবলম্বন করতে গিয়ে ব্যবহার করা হয় নানান ধরনের কেমিক্যাল প্রোডাক্ট। এই কেমিক্যাল প্রোডাক্টগুলি ব্যবহার করার ফলে সাময়িকভাবে উজ্জ্বলত পাওয়া গেলেও। পরে ত্বকে নানান ধরনের সমস্যা দেখা যায়। তবে কেমিকাল প্রোডাক্ট ব্যবহার না করে আপনি ব্যবহার করতে পারেন ঘরোয়া কিছু উপকরণ (Skin Care)।
আরও পড়ুন: সুগার নিয়ন্ত্রণে রাখতে সমস্যা, মিষ্টি কমানো সত্ত্বেও? কারণগুলো জেনে নিন
মধু, দই ও গোলাপ জলের ফেসপ্যাক: উজ্জ্বল ত্বক পেতে আপনি ব্যবহার করতে পারেন মধু, দই ও গোলাপ জলের ফেসপ্যাক। রাতে এই প্যাকটি মুখে ১৫ মিনিটের জন্য রাখুন। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক বেশ জেল্লা দার হবে।
শসা ও মধুর প্যাক: অর্ধেক শসা মিক্সিতে বেটে তার সঙ্গে এক চামচ মধুর মিশ্রণ এক ভালোভাবে মিশিয়ে নিই। এরপর সেটি মুখে লাগান। তারপর মিনিট ১০ পর জল দিয়ে ধুয়ে দিন।
কাঠবাদাম ও ওটস: কাঠবাদাম ও ওর একসঙ্গে ভালোভাবে মিক্সিতে গুরু করে নিন। এরপর সামান্য টক দই সঙ্গে এই মিশ্রণটি মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। এর ফলে আপনার ত্বকের মৃত কোষ গুলো দূর হবে। পাশাপাশি ত্বকের জেল্লা ফিরে আসবে (Skin Care)।