এই পদ্ধতিতে সহজে মুক্তি পাবেন ট্যান থেকে, রইলো ঘরোয়া কিছু টোটকা

Updated on:

Updated on:

Skin Care useful tips to remove tan from your hand

বাংলা হান্ট ডেস্ক: রূপচর্চা করতে আমরা সকলেই করি (Skin Care)। কিন্তু রূপচর্চা করেও শীত, গ্রীষ্ম, বর্ষা নারী ও পুরুষদের সবথেকে বেশি যে সমস্যাটি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় তা হল ট্যানিং (Skin Tan)। এই ট্যান মূলত সূর্যের আলোর কারণে হয়। এর ফলে সৃষ্ট কালো ভাব সৌন্দর্য নষ্ট করে। আপনি যদি সময়মতো মনোযোগ না দেওয়া হয়, তাহলে এটির সঙ্গে মোকাবেলা করা খুব কঠিন হয়ে পড়ে।

হাত-পা কালো হয়ে যাচ্ছে রোদে! তাকে চকচকে করে তুলবেন কীভাবে? (Skin Care)

এছাড়াও, সূর্যের আলো ছাড়াও, ধুলো এবং ময়লার কারণে ত্বকে কালো ভাব দেখা যায়। যা পরে মৃত ত্বকে জমা হয়। এই সমস্যার থেকে মুক্তি পেতে অনেক হাজার হাজার টাকা খরচ করে। কিন্তু আজ আপনাদের ঘরে থাকা এমন কিছু উপকরনের নাম বলবো, যা দিয়ে কম খরচে বাড়িতে বসে সহজেই ট্যান থেকে মুক্তি পাবেন। তো জেনে নেওয়া যাক।

১. লেবু ও মধুর প্যাক: বাড়িতে সকলের লেবু থাকে। এছাড়াও লেবুতে আছে প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট। যা ট্যান (Tan) তুলতে সাহায্য করে। এছাড়া মধু ত্বক নরম ডাকতে সাহায্য করে। আধ চামচ লেবুর রসের সঙ্গে ১চামচ মধু মিশিয়ে তা হাতে লাগান। লাগানোর ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করলে ট্যান দ্রুত কমবে।

২. আলুর রস ব্যবহার করুন: আলুর রস ট্যান তুলতে সাহায্য করে। কারন আলুতে রয়েছে প্রাকৃতিক এনজাইম। যা দাগ ও ট্যান তুলতে পারে। আপনি আলুর রস অথবা আলু টুকরো টুকরো করে কেটে হাতে ঘষতে পারেন। এতে আপনার ট্যান দূর হবে।

 Skin Care useful tips to remove tan from your hand

আরও পড়ুন: ডায়েটে ছোলা খাচ্ছেন! অঙ্কুরিত নাকি সেদ্ধ ছোলা কোনটি শরীরের পক্ষে উপকারী, জানেন?

৩. বেসন ও দইয়ের মিশ্রণ: বেসন ও দই ট্যান তোলার ক্ষেত্রে ভীষণ উপকারী। ১ চামচ বেসন, ১ চামচ টক দই ও সামান্য হলুদ মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এই পেস্টটি হাতের উপর লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এর ফলে আপনার হাত থেকে যেমন ট্যান দূর হবে। তেমনি আপনার হাতের ত্বক নরম হবে।

৪. সানস্ক্রিন ব্যবহার: বাইরে বের হওয়ার আগে SPF 30 বা তার বেশি মানের সানস্ক্রিন হাতেও ভালোভাবে লাগানো একান্ত প্রয়োজন। এমনকি প্রতি ২-৩ ঘণ্টা পর পর পুনরায় ব্যবহার করুন, বিশেষ করে রোদে থাকলে।

৫. গ্লাভস ব্যবহার করুন : সকালে বেরোলে বা বাইকে চলার সময় হাফহাতা জামা ও গ্লাভস পরুন। এতে সরাসরি সূর্যের আলো হাতের ত্বকে লাগবে না। যার ফলে ট্যান কিছুটা হলেও কম পড়বে।