ঠান্ডায় কেন বাড়ে স্কিন ইচিং? ত্বকের এই সমস্যার কারণ ও প্রতিকার জানুন

Published on:

Published on:

Skin Care why does dry skin itch more in winter
Follow

বাংলা হান্ট ডেস্ক: শীতকালে যেমন পিঠাপুলি খাওয়া খুব প্রিয়। তেমনি অপ্রিয় একটি সঙ্গী হল হাত পা চুলকানো। কারণ শীতকালে শুষ্কতার ফলে ত্বকের এই চুলকানির সৃষ্টি হয় (Skin Care)। যার ফলে অনেকের রাতের ঘুমও উড়ে যায়। আর এমনটা হলে পরে আপনি নানান ধরনের ক্রিম ব্যবহার করেন। কিন্তু আশানুরূপ ফল কিভাবে পান না। কিন্তু জানেন কি কিসের থেকে এই ধরনের অসুবিধাগুলো হয়। যদি না জেনে থাকেন বিস্তারিত জেনে নিন।

শীতে শুষ্ক ত্বকে কেন চুলকানি বাড়ে? জানুন প্রতিকার (Skin Care)

শীতকালে আবহাওয়ার শুষ্ক থাকার ফলে আদ্রতা কমে যায়। যার ফলে বাতাস ত্বকের জল দ্রুত তাড়াতাড়ি শুষে নেয়। যার ফলে ত্বক আগের থেকে অনেকটা বেশি শুষ্ক হয়ে ওঠে। পাশাপাশি তকের বাইরের স্তর দুর্বল হয়ে পড়ে। যার ফলে ত্বক ফাটা বা চুলকানির মতন সমস্যা দেখা দেয়। আর এর জন্য তখন ক্রিম বা সরষের তেল মাখতে বলা হয় (Skin Care)।

Skin Care why does dry skin itch more in winter

আরও পড়ুন: সর্ষে নয়! ঝাল-মশলায় পার্শে মাছের তেলঝাল, সপ্তাহান্তের সেরা পদ, রেসিপি জানুন

শীতকালে যেহেতু জল ঠান্ডা থাকে, তার জন্য আমরা সকলেই আরামের জন্য প্রতিদিনই গরম জলে স্নান করি। তবে গরম জলে স্নান করে সাময়িক আরাম দিলেও। ত্বকের প্রাকৃতিক তেল ধুয়ে যায়। যার ফলে ত্বক আদ্রতা হারিয়ে ফেলে। তাই এই সময় প্রাকৃতিক তেল গায়ে মেখে গরম জলে স্নান করা ভালো।

আবার অনেক সময় শীতকালে দেখা যায় উলের বা কোন সিনথেটিক পোশাক পরলে গায়ের চুলকুনি হয়। কারণ এই পোশাকগুলো তথ্য খুব রুক্ষ হয়। যা সংবেদনশীল তোকে ঘষা লাগলেই ইরিটেশন সৃষ্টি করে। তাই শীতকালে গরম পোশাক পরলে পরেও বুঝে শুনে গরম পোশাক কেনা উচিত।

এছাড়া আপনার যদি একজিমা বা সোরিয়াসিসের মতো চর্মরোগ থেকে থাকে তাহলে শীতকালে এর সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই শীতকালে ঠান্ডা আবহাওয়া থেকে বাঁচার জন্য আপনি লেভেন্ডার বা পুদিনার যুক্ত তেল গায়ে মাখতে পারেন। এতে ঠান্ডায় চুলকানি অনেকটা কমবে (Skin Care)।