বিউটি সিস্টেম বজায় রাখতে মুখে হালকা চড় মারার জুড়ি নেই

নিজেকে সুন্দর লাগানোর জন্য মানুস কত কি না করে । আর সেই জায়গায় দাড়ড়িয়ে ত্বকের দেখভাল করে অনেকেই। ত্বকের জন্য আমাদের কত রুপচর্চাই না করতে হয় । সুন্দর দেকতে লাগার জন্য আমাদের সবার আগে নিজের ত্বককে ঝলমলে রাকার খুব দরকার। ত্বকের যত্ন করে আমরা মুখে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার লাগাই।

আর সেখানে কিনা ত্বক ভাল রাখতে চড় মারতে হবে ত্বকে। এই নিয়ে অনেকের অনেক মত আছে। মেয়েদের ত্বক তাদের কাছে অলঙ্কারের মতন। সুন্দর ত্বকের রহস্য নাকি এই অদ্ভুত পদ্ধতিটিই। আর ত্বকে চড় মারলে ঠিক কী কী পরিবর্তন হয়। বার্ধক্য আসতে বাধা দেয় এবং নতুন কোষ তৈরিতে সাহায্য করে।Loreal Paris Bmag Article Your Daily Weekly And Monthly Skin Care Routine Dত্বকে চড় মারলে নাকি মেলে অনেক উপকার । বিউটি সিস্টেম হিসেবে মুখে হালকা করে চড় মারলে ভাল থাকে ত্বক। এবার বলে রাখা ভালো যে অনেকেই ক্রিম মেখে ত্বকে হাল্কা করে চাপড় মেরে থাকেন। আবার অনেকেই ক্রিম বসানোর জন্য নাকি এই কাজ করে থাকেন বলে মনে করা হয় । রক্ত চলাচল ভাল রাখার জন্য ত্বকে আঙুল দিয়ে আঘাত করলে উন্নতি হয়ে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

ত্বকের মধ্যে জেল্লা বাড়ানোর জন্য অনেকেই রাতে দিনে ক্রিম মেকে থাকেন । মুখে ম্যসেজ করেন ভালো করে। আবার অনেকে বরফ ঘসেও থাকেন । আর ঘসার ফলে ত্বকে ক্রিম ভাল করে শোষণ করে। কোলাজেন উত্পন্ন করে বলিরেখা কমাতে সাহায্য করে। ত্বককে নরম ও কোমল রাখতে সাহায্য় করে।


সম্পর্কিত খবর