‘বিরাটকে শুধু বলো যে ওর দল…’, কোহলিকে রাগিয়ে ভারতকে হারানোর উপায় বললেন এই তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আপাতত ভারতীয় দল (Indian Cricket Team) রয়েছে বিশ্রামে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়, দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ফরম্যাটেই অপরাজিত থাকা তারপর আবার আফগানিস্তানের বিরুদ্ধে দেশের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় বিশ্বকাপ ফাইনাল হারের পর ভারতীয় দলের মনোবল ফিরিয়ে এনেছে। কিন্তু আর পাঁচ দিনের মধ্যেই তাদের মাঠে নামতে হবে এই মুহূর্তে বেস্ট ফরমেটে দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ডের বিরুদ্ধে।

সকলেই জানেন যে গত কয়েক বছর ধরে আগ্রাসনের নীতি নিয়ে টেস্ট ক্রিকেট খেলছে ইংল্যান্ড দল। প্রতিপক্ষ বা পরিস্থিতির পরোয়া না করে তারা বিপক্ষের বোলারদের হাত খুলে আক্রমণ করছেন। কিন্তু তাদের এই নীতি ভারত সফরে সফল হয় কিনা তা দেখতে আগ্রহী হয়ে রয়েছেন ভক্তরা।

   

ভারতের টার্নিং উইকেটে ইংল্যান্ডের অনভিজ্ঞ কিছু ক্রিকেটার এই পর্যায়ে আক্রমণ করতে পারবেন কিনা সেটা নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে। কিন্তু এবার তাদের সাহায্যের জন্য ভারতকে হারানোর টোটকা বলে দিলেন প্রাক্তন ভারতীয় বংশোদ্ভূত ইংল্যান্ড স্পিনার মন্টি পানেসর।

আরও পড়ুন: কোহলি পারেন না, কিন্তু তিনি পারেন! বিস্ফোরক মন্তব্য প্রাক্তন BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের

২০১২ সালে ভারত সফরে আসা ইংল্যান্ড দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিলেন মন্টি। সেই সময়ে অ্যালস্টার কুকের নেতৃত্বে থাকা ইংল্যান্ড দলের হয়ে ভেলকি দেখিয়েছিলেন তিনি। ভারতের পাতা স্পিনের ফাঁদে মহেন্দ্র সিংহ ধোনির দলই জড়িয়ে গিয়েছিল। বিরাট কোহলি দের থামানোর উপায় বলে দিলেন বর্তমান ইংল্যান্ড দলকে।

আরও পড়ুন: এই ২ কারণে কোহলি বা রোহিতকে T20 বিশ্বকাপে দেখতে চাইছে না ভক্তরা! দ্বিধায় BCCI

মন্টি পানেসর ইংল্যান্ড দলকে বলেছেন, “বিরাট কোহলির ইগো নিয়ে খেলো এবং তাকে স্লেজ করো। ওকে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের চোকার ট্যাগের কথা মনে করিয়ে দাও। সরাসরি বলো যে ভারত গত দশ বছরে কিছুই জিততে পারেনি। স্টোকস ২০১৯ বিশ্বকাপ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। বিরাটকে এ বিষয়ে বলা হলে ওদের মনোসংযোগ ক্ষতিগ্রস্থ হবে।”

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর