বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) ইস্যুতে জট অব্যাহত। একের পর এক মামলায় জর্জরিত কমিশন। এরই মধ্যে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ওঠে অভিজ্ঞতার জন্য বরাদ্দ ১০ নম্বর মামলা। নবম-দশম ক্লাসে শিক্ষকতা করে সেসব প্রার্থীদের একাদশ-দ্বাদশের জন্য কেন ১০ নম্বর বরাদ্দ? এই প্রশ্ন ওঠে আদালতে।
অভিজ্ঞতার ১০ নম্বর কাদের প্রাপ্য? School Service Commission
কমিশনের অভিজ্ঞতার বরাদ্দ ১০ নম্বরের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা হয়েছিল। সোমবার মামলার শুনানিতে অভিজ্ঞতা সংক্রান্ত নম্বর নিয়ে কড়া প্রশ্ন তোলে আদালত। যারা নবম – দশম শ্রেণীর শিক্ষকতা করেছেন তাদের একাদশ – দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় অভিজ্ঞতার নম্বর কোন যুক্তিতে? প্রশ্ন তোলেন বিচারপতি।
একইসাথে প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করেছেন তাদের নবম – দশম বা একাদশ – দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় নম্বর দেওয়া কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নও তোলে আদালত। উল্লেখ্য, আরও অভিযোগ উঠছে যারা পূর্বে স্বাস্থ্য দপ্তরে কর্মরত ছিলেন তাদেরও পূর্ব অভিজ্ঞতার জন্য বাড়তি নম্বর দেওয়া হচ্ছে।
অভিজ্ঞ শিক্ষকদের ১০ নম্বর বরাদ্দ করা নিয়ে এদিন কমিশনকে প্রশ্ন করে আদালত। আদালতের পর্যবেক্ষণ, ‘২০২৫-এ নিয়োগের ক্ষেত্রে এটা একটা বড় ইস্যু”। বিচারপতির প্রশ্ন, ‘যারা ২০১৬ সালে পরীক্ষায় বসেননি তাঁরাও কি ১০ নম্বর পাবেন?’। এদিন শুনানির পর মামলার নথি সব পক্ষকে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি।

আরও পড়ুন: চাকরিপ্রার্থীদের কথা ভেবে বড় পদক্ষেপ! শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষা নিয়ে নয়া সিদ্ধান্ত নিল SSC
শুনানির পর লিখিত পরীক্ষার ফল প্রকাশ হলেও কার্যকর না হওয়ার নির্দেশ বহাল রাখে কলকাতা হাইকোর্ট। উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় এসএসসি। পরীক্ষার ৫৪ দিনের মাথায় ৭ নভেম্বর ফলপ্রকাশ হলে একাধিক প্রশ্ন তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে। কমিশনের অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দায়ের হয়েছিল মামলা। সোমবার সেই সংক্রান্ত মামলারই শুনানি ছিল হাইকোর্টে।












