দামি হতে চলেছে স্মার্টফোন ও টিভি! চিনের এই পদক্ষেপ দিতে পারে বড় ধাক্কা

বাংলা হান্ট ডেস্ক: গত দুই বছর ধরে সমগ্র বিশ্বকে কার্যত স্তব্ধ করে দিয়েছে করোনা ভাইরাস। অদৃশ্য এই মারণ ভাইরাসের প্রভাবে জর্জরিত হয়ে উঠেছে সকলেই। এমতাবস্থায়, ফের করোনার প্রভাব ফিরে এসেছে চিনে। বর্তমানে সেখানে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।

এদিকে, ইতিমধ্যেই চিনের একাধিক শহরে জারি করা হয়েছে লকডাউনও। লক্ষ লক্ষ মানুষ রয়েছেন ঘরবন্দি। যদিও, লকডাউন যে শুধু চিনের মানুষকেই প্রভাবিত করছে তাই নয় পাশাপাশি অনুমান করা হচ্ছে যে, এর প্রত্যক্ষ প্রভাব ভারতীয়দের ওপরও পড়তে পারে।

ইতিমধ্যেই শেনজেন (Shenzhen) সহ চিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে লকডাউন জারি করা হয়েছে। যার ফলে এই লকডাউনের কারণে ভারতে স্মার্টফোন, স্মার্ট টিভি এবং ল্যাপটপের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত প্রায় ২০ থেকে ৫০ শতাংশ ইলেকট্রনিক পণ্য রপ্তানির জন্য চিনের উপর নির্ভর করে। এই প্রসঙ্গে Counterpoint Research-এর ডিরেক্টর তরুণ পাঠক মনে করেন যে, ইলেকট্রনিক ডিভাইসের দাম এবং ভাড়ার হার অনেক দিন ধরেই যথেষ্ট বেশি। তাই, কোম্পানিগুলি আর কাঁচামালের দাম বৃদ্ধির বোঝা বহন করতে প্রস্তুত নয় বলেও জানিয়েছেন তিনি। এমতাবসস্থায়, চিনে লকডাউন দীর্ঘায়িত হলে স্মার্টফোনের দাম ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

MOBILE LAPTOP

এছাড়াও, ভারতে স্মার্টফোনের দাম বৃদ্ধির আরও একটি উল্লেখযোগ্য কারণ হল চিপের ঘাটতির সমস্যা।ইতিমধ্যেই অটো সেক্টর সেমিকন্ডাক্টর চিপের ঘাটতির সমস্যায় ভুগছে। চিপের অভাবই সরবরাহে বাধাপ্রাপ্ত হওয়ার পেছনে অন্যতম কারণ। যার কারণে টেলিভিশন, ল্যাপটপ এবং মোবাইলের দাম ক্রমশ বাড়তে পারে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর