বাংলাহান্ট ডেস্কঃ টিকটক (Tiktok) ভারতে নিষিদ্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে উঠছে নানান প্রশ্ন। এবার এই টিকটকে ভিডিও করা নিয়ে বিরোধীপক্ষের প্রশ্নবানের সম্মুখে পড়লেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানী (Smriti Irani)।
পিপিই কিট, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ করোনা যোদ্ধাদের কাছে। করোনা ভাইরাসের উৎপত্তির প্রাক্কালে, পিপিই কিট এবং ভেন্টিলেটর ভারতে তৈরি হত না বললেই চলে। কিন্তু করোনা ভাইরাসের সংকটকালে ভারতেই বহুল পরিমাণে তৈরি হচ্ছে এই পিপিই কিট এবং ভেন্টিলেটর।
Watch a Cabinet Minister boldly advertising a Chinese company weeks before it was banned for “activities prejudicial to sovereignity of India”
Are we that hungry for PPE kits?
Didn’t @BJP say PMCARES was paying for them ? pic.twitter.com/axEupDDkWD
— Mahua Moitra (@MahuaMoitra) July 1, 2020
এই পিপিট কিট সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছিলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানী। ভারতে ৪ লক্ষ পিপিই সুট দেওয়ার জন্য তিনি টিকটক অ্যাপের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। তাঁর এই ভিডিওটি বর্তমানে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র প্রকাশ্যে এনে এক হাত নিলেন বিজেপি নেত্রীকে। তিনি বললেন, পিপিই কিট নিয়ে আমাদের কি এতোটাই খিদে, যে একজন নেত্রী চীনা অ্যাপের মাধ্যমে তাঁর জন্য ধন্যবাদ জ্ঞাপন করছেন। দ্বিচারিতার অভিযোগ আনলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর অভিযোগ যে বিজেপি সরকার, ভারত থেকে টিকটক ব্যান করেছে, তাঁদেরই নেত্রী আবার টিকটক ভিডিওতে ধন্যবাদ জ্ঞাপন করছে।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’