বিশ্বকাপের আগেই বড় চমক স্মৃতি মান্ধানার! ICC র‍্যাঙ্কিংয়ে পৌঁছে গেলেন শীর্ষে

Published on:

Published on:

Smriti Mandhana reaches top spot in ICC rankings.

বাংলা হান্ট ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ICC ওমেন্স ODI ওয়ার্ল্ড কাপ। কিন্তু তার আগেই, সবাইকে চমকে দিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। তিনি বর্তমানে ODI-তে বিশ্বের এক নম্বর ব্যাটার হিসেবে বিবেচিত হচ্ছে। ODI-তে মহিলা ব্যাটারদের সর্বশেষ ICC র‍্যাঙ্কিংয়ে তিনি প্রথম স্থানে রয়েছেন। এক্ষেত্রে, তিনি ইংল্যান্ডের ন্যাট সিভারকে পেছনে ফেলেছেন। এদিকে, মান্ধানা এগিয়ে যেতে ন্যাট সিভার এখন দ্বিতীয় স্থানে চলে এসেছেন। ICC মহিলা ODI ব্যাটারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে মান্ধানা ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার শীর্ষ দশে নেই।

ICC র‍্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছে গেলেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana):

প্রথম স্থানে স্মৃতি মান্ধানা: উল্লেখ্য যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ODI-তে স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) ইনিংস তাঁকে ODI-তে শ্রেষ্ঠ ব্যাটার হিসেবে বিবেচিত করতে বড় ভূমিকা পালন করেছে। অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে ODI সিরিজের প্রথম ম্যাচে মান্ধানা ৫৮ রান করেন। ওই ইনিংসের কারণে, মান্ধানা রেটিং পয়েন্টে ৭ পয়েন্ট লাভ করেন এবং তিনি ন্যাট সেভারকে ছাড়িয়ে তাঁর চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে যান।

২০১৯ সালে প্রথমবারের মতো অর্জন করেন এই কৃতিত্ব: উল্লেখ্য যে, স্মৃতি মান্ধানা ২০১৯ সালে ODI ক্রিকেটে প্রথমবারের মতো এই কৃতিত্ব অর্জন করেছিলেন। আগামী কয়েক দিনের মধ্যে ওমেন্স ODI ওয়ার্ল্ড কাপের দামামা বাজবে। তার আগেই এই র‍্যাঙ্কিংয়ে প্রথম স্থানে উঠে আসার বিষয়টি স্মৃতি মান্ধানার মনোবল যে আরও বাড়িয়ে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: রাহুল গান্ধীর প্রশংসা করে ভারতের সমালোচনা শাহিদ আফ্রিদির! কড়া প্রতিক্রিয়ায় দু’জনকেই বিঁধলেন অমিত মালব্য

এই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি: উল্লেখ্য যে, স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটার ICC-র ODI র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ১০-এ নেই। তবে, এমন কয়েকজন ব্যাটার আছেন যাঁদের র‍্যাঙ্কিং অনেকটাই এগিয়েছে। স্মৃতি মান্ধানার ওপেনিং পার্টনার প্রতীকা রাওয়ালের র‍্যাঙ্কিং ৪ ধাপ এগিয়েছে। এদিকে, হারলিন দেওল ওডিআই র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে রয়েছেন। তিনি প্রতীকা রাওয়ালের চেয়ে এক ধাপ পিছিয়ে আছেন।

আরও পড়ুন: পাত্তা দেয়নি ICC! করমর্দন বিতর্কে নিজেদের জালেই জড়াল পাকিস্তান, এশিয়া কাপে সফর হবে শেষ?

বোলার এবং অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দাপট বজায় দীপ্তির: ICC ওমেন্স ODI বোলারদের র‍্যাঙ্কিংয়ে, ভারতের দীপ্তি শর্মাই একমাত্র ভারতীয় যিনি শীর্ষ ১০-এ আছেন। তবে, তিনি ৩ টি ধাপ পিছিয়ে ৭ম স্থানে রয়েছেন। যদিও, দীপ্তি শর্মা অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে তাঁর চতুর্থ স্থান ধরে রেখেছেন।